ড্রেসিং রুমের কথা বাইরে আসায় খেপেছেন নেইমার

ছবি: টুইটার

পিএসজির ড্রেসিং রুমের অস্থিরতা নিয়ে নানা গুঞ্জনই রয়েছে ফুটবল মহলে। এমনকি ক্লাবটির ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্য বিনিময়ের গুঞ্জনও রয়েছে। আর এ সকল গুঞ্জন যে অনেকটাই সত্য তার ইঙ্গিত মিলেছে তার মন্তব্যে। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে ড্রেসিং তুমের কথা বাইরে আসায় বেজায় খেপেছেন এ ব্রাজিলিয়ান। 

মূলত ফরাসি সংবাদ মাধ্যম লা'কিপের সংবাদের বরাতে গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। তাদের দাবি ছিল ড্রেসিং রুমে কোনো একটি বিষয় নিয়ে দুই ব্রাজিলিয়ান তারকা নেইমার ও মার্কুইনহোসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কাম্পোস। তবে এ তর্কের বিষয়টি খুব সামান্য বলেই জানান নেইমার। এবং এটা ক্লাবের জন্য ইতিবাচক বলেও দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাম্পোসের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে নেইমার বলেন, 'কখনো কখনো এমন কিছু গুজব সংবাদমাধ্যমে বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে বেরিয়ে আসে। এটি খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। অনেক লোক এটি দেখে এবং কখনো এটা মিথ্যা ও জটিল।'

আর ড্রেসিং রুমে যাই ঘটুক না কেন তা বাইরে প্রকাশ পাওয়া ঠিক না বলে জানান নেইমার 'পিএসজিতে আমার এটা ষষ্ঠ মৌসুম এবং এটা সহজ নয়। আমার আসার পর থেকেই এমন হয় যে মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তে গুজব বেরিয়ে আসে। সবসময় গুজবই থাকে। সত্যি বলতে কি, আমি জানি না এমন পরিস্থিতিতে কী করতে হয়। আমি এর জন্য দায়ী নই।'

'আমি একজন খেলোয়াড় হিসেবে ক্লাবে আছি। কিন্তু এটা কোচ এবং আমার সতীর্থদের বিরক্ত করে, তাই আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে কী আছে। চলছে, কারণ এটা আমাদের লকার রুমে যা ঘটে তা সংবাদমাধ্যমে এসে শেষ হওয়া ঠিক নয়। এটি খুবই দুঃখজনক কারণ এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের মধ্যে থাকতে পারে। আমাদের নিশ্চিত করা উচিত নয় যে এটি আমাদের ড্রেসিংরুম থেকে, পরিবার এবং বন্ধুদের জন্য বেরিয়ে আসে,' যোগ করেন এ ব্রাজিলিয়ান।

কাম্পোসের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি, 'আমরা একই লক্ষ্যে একত্রে লড়াই করি। আমাদের একত্রে চলতে হবে। যখন এই ধরনের তথ্য বেরিয়ে আসে, তখন আমরা ক্ষুব্ধ হই কিন্তু কোথা থেকে ফাঁস হচ্ছে তা খুঁজে বের করা কঠিন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে অনেক তথ্য মিথ্যা, এমনকি যদি তাদের কিছু সত্য হয়। এটা মিথ্যার অংশ।'

তবে কিছু একটা বিষয়ে তর্ক হয়েছে তা অস্বীকার করেননি নেইমার, 'একটা ছোট আলোচনা হয়েছিল। আমরা একমত ছিলাম না। আমরা তর্ক করেছি তবে এমন কিছু সবসময়ই ঘটে। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গেও তর্ক করি এবং এখনও আমরা একত্রেই আছি। ফুটবলে শুধু ভালোবাসাই থাকে না, এখানে উন্নতি করার জন্য কিছু বিষয়ে অমিল থাকবে। এটা সত্যি আমরা ভালো অবস্থায় নেই এবং পিএসজি হারে অভ্যস্ত নয়।'

গত শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে পিএসজি। সে ম্যাচের নেইমারের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর আগে মার্শেইয়ের বিপক্ষে ফরাসি কাপ থেকে বিদায় নেয় দলটি। লা'কিপের সংবাদ অনুযায়ী, দলের মন ছন্দহীনতা মেনে নিতে পারেননি ক্রীড়া উপদেষ্টা কাম্পোস। খেলোয়াড়দের নিবেদন ও মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ খেলোয়াড়দের পছন্দ তর্কে জড়িয়ে পড়েন কাম্পোসের সঙ্গে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago