ওয়ানডে দলে হৃদয়, বাদ ইয়াসির-সোহান
বিপিএলের ফাইনালে কোন রান না করে আউট হয়ে হতাশায় পুড়েছেন তৌহিদ হৃদয়। তবে তার জন্য সুখবর এলো খানিক পর। এবার বিপিএলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ডাক পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে আছেন তিনি।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ জনের দল দিয়েছে বাংলাদেশ। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। দলে জায়গা হারিয়েছেন পাঁচজন। হৃদয় সহ দলে এসেছেন তিনজন।
চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। বাদ পড়ার তালিকায় আছেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। এদের কেউই সাম্প্রতিক সময়ে আলো ছড়াতে পারেননি।
দলে আসা হৃদয়ই সবচেয়ে বড় চমক। এবার বিপিএলে ১৩ ম্যাচ খেলে ৩৫.৪১ গড় আর ১২৯.১৭ স্ট্রাইকরেটে ৪২৫ রান করেন এই ডানহাতি তরুণ। তার ব্যাট থেকে আসে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান, করেন আসরের সবচেয়ে বেশি পাঁচ ফিফটি। টি-টোয়েন্টি সংস্করণে ভালো করে ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও তার থাকা একরকম নিশ্চিত।
১ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ, ৩ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলবে দুদল।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
Comments