রাষ্ট্রপতির বাড়িতে ১৫ পদের মাছে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রীকে মাছের ১৫ পদ দিয়ে আপ্যায়িত করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র থেকে মধ্যাহ্নভোজের খাবারের তালিকা দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। এতে দেখা যায়, সাদা ভাতের সঙ্গে স্বাদু পানির মাছের ১৫ পদ, মসুর ডাল ও সালাদ ছিল প্রধানমন্ত্রীর খাবারের টেবিলে। খাবারের মূল পর্ব শেষে পরিবেশন করা হয় রস মালাই।
প্রধানমন্ত্রীর টেবিলে দেওয়া হয় সাদা ভাত, রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গুলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইন মাছ ভুনা, চিংড়ি ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিঠা মাছ মাখা মাখা ঝোল, পাঙাশ মাছ মাখা মাখা ঝোল, মসুর ডাল, সালাদ ও রস মালাই।
প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে মিঠামইনে পৌঁছান। সেখানে তিনি রাষ্ট্রপতির নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসে উদ্বোধন করেন। এরপর তিনি যান রাষ্ট্রপতির কামালপুরের গ্রামের বাড়িতে। সেখানে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন সফরসঙ্গী নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।
Comments