ছাত্রলীগ নেতা-নেত্রীদের বিরুদ্ধে নির্যাতন, যৌন নিপীড়নের অভিযোগ ২ শিক্ষার্থীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা-নেত্রীদের বিরুদ্ধে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী দুই শিক্ষার্থী অভিযোগ দিয়েছেন।
আইইআরের পঞ্চম ব্যাচের ছাত্রী তার অভিযোগে ছাত্রলীগের মন্নুজান হল ইউনিটের সহ-সভাপতি আতিফা হক শেফা ও ছাত্রলীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সহ-সভাপতি আতিকুর রহমানকে দায়ী করেছেন। গত ২২ ফেব্রুয়ারি একটি রেস্তোরাঁয় অশালীন ব্যবহার ও অকথ্য মন্তব্য করে যৌন হয়রানি করেন তারা।
পরে ছাত্রলীগের ওই দুজন তাদের সঙ্গে দেখা করার জন্য ওই শিক্ষার্থীকে চাপ দেন।
গত ২৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একটি চায়ের স্টলে ওই শিক্ষার্থী দেখা করতে গেলে অন্য সহপাঠীদের সামনে তাকে গালিগালাজ করেন এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন ছাত্রলীগ নেতারা।
প্রতিবাদ করতে গেলে তারা তার কয়েকজন সহপাঠীকেও লাঞ্ছিত করেন।
ছাত্রলীগের ওই নেতা- নেত্রীরা ক্যাম্পাসে ওই শিক্ষার্থীর জীবন দুর্বিষহ করার হুমকিও দেন।
আরেকটি অভিযোগে, তৃতীয় ব্যাচের এক শিক্ষার্থী অভিযোগ করেন, গত ২৬ ফেব্রুয়ারি ছাত্রলীগের কয়েকজন তাকে মারধর করেছেন।
আইইআর পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস এসব ঘটনাকে দুঃখজনক ও অপ্রীতিকর বলে মন্তব্য করেন।
তিনি বলেন, তারা অভিযোগের তদন্ত করবেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, তারাও অভিযোগ খতিয়ে দেখবেন এবং অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Comments