ফুলপরীকে নির্যাতন: সানজিদাসহ ৫ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের অপরাধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ওরফে অন্তরাসহ ৫ কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের বহিষ্কৃত অন্য কর্মীরা হলেন তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান ওরফে মিম, মোয়াবিয়া জাহান এবং হালিমা খাতুন ওরফে ঊর্মি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, উপাচার্যের দপ্তরে শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম। সভা থেকে অভিযুক্ত ৫ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হবে নোটিশে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে।

এদিকে আজ সকালে ফুলপরী খাতুন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকার আবেদন করেছেন।

এই মুহূর্তে তিনি ক্যাম্পাসে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনি পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ঢোকেন।

প্রথমে তিনি প্রক্টর অফিসে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে তিনি প্রথমে দেশরত্ন শেখ হাসিনা হলের অ্যাটাচমেন্ট বাতিলের আবেদন করেন।

পরে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ফুলপরীর পছন্দের হলের বিষয়ে জানতে চান। তখন তিনি বঙ্গমাতা হলের কথা বললে তাকে সেখানে নিয়ে গিয়ে পছন্দের কক্ষ বাছতে বলা হয়।

হলের প্রভোস্ট অধ্যাপক মিয়া মোহাম্মদ রাশিদুজ্জমান জানান, ফুলপরীর আবেদন গ্রহন করা হয়েছে। সেখানে তাকে সিট প্রদান করা হবে।

উপাচার্য শেখ আবদুস সালামও দুপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago