সানমামেসে দুয়ো শুনে হতাশ বার্সা কোচ
অ্যাথলেতিক বিলবাওর মাঠে আগের দিন বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়তে হয়েছে বার্সেলোনাকে। পুরো ম্যাচ জুড়েই শুনতে হয়েছে দুয়ো, তার উপর আবার জাল টাকা ছুঁড়ে দেওয়া হয়েছে তাদের দিকে। যেখানে বার্সেলোনার ক্লাবের লোগোর পাশে লেখা ছিল 'মাফিয়া'।
সানমামেসে আগের দিন স্বাগতিক অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনহার দেওয়া একমাত্র গোলে জয় পায় কাতালান ক্লাবটি। তাতে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা। এমন দিনেও দুয়ো শোনার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
বার্সেলোনা কর্তৃক রেফারিকে অর্থ প্রদান করার বিষয় নিয়ে এ কাণ্ড করেছে বিলবাও সমর্থকরা। জোসেফ মারিয়া বার্তোমেউ সভাপতি থাকাকালীন সময়ে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে প্রায় দেড় মিলিয়ন ইউরো প্রদান করার অভিযোগ আনা হয়েছে। সে অভিযোগের তদন্ত চলছে বর্তমানে।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, 'সান মামেসের প্রতিকূল পরিবেশ দেখে আমি বিস্মিত হয়েছি এবং এটা আমাকে দুঃখ দিয়েছে। রায়ের আগেই দোষী ভাবা সমাজের জন্য ভালো নয়। সবাই স্বাধীন, আমি মতামতকে সম্মান করি, জনগণ সার্বভৌম। তবে সময়ের আগেই আমরা বিচার করছি এবং এটা আমাকে দুঃখ দিয়েছে।'
'আমার আর কিছু যোগ করার নেই। আমরা লকার রুমে এ নিয়ে কথা বলিনি, আমরা জিততে চলেছি। মানুষজন মাঠ ছেড়েছে। অন্যসব জিনিস ক্লাবের ব্যাপার। আমরা ফুটবল খেলায় ফোকাস করি, আমরা পেশাদার,' যোগ করেন জাভি।
তবে মাঠের পারফরম্যান্স নিয়ে হতাশা কাজ করছে জাভির। ভাগ্য সঙ্গে না থাকলে ফলাফল হতে পারতো ভিন্ন। বিলবাওয়ের দুটি শট ফিরে আসে পোস্টে লেগে। এছাড়া ইনাকি উইলিয়ামস একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু মুনিয়ানের হাতে লাগায় গোল মিলেনি তাদের।
তবে ক্লাসিকোর আগে জয় পাওয়ায় দারুণ খুশি বার্সা কোচ, 'একই ঘটনা আমাদের সঙ্গে আবার ঘটল, ৭৫ মিনিট আমরা ভালো ফুটবল খেলেছি। সান মামেসে আপনি ভুগবেন, উড়ন্ত বল, কৌশল... শেষ পর্যন্ত আপনাকে ভুগতেই হয়েছে। তবে এটা সুবর্ণ এক জয়, আমরা ৯ পয়েন্ট ব্যবধান বজায় রেখেছি। আত্মবিশ্বাস নিয়ে আমরা ক্লাসিকোতে মোকাবিলা করতে পারব।'
Comments