দেশের কোথাও খাদ্য সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

অনুষ্ঠানে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী। ছবি: স্টার

দেশের কোথাও কোনো খাদ্য সংকট নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা স্মার্ট ভিলেজ এক্সপো (ডিজিটাল পল্লী) মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

টিপু মুনশি বলেন, 'আমাদের দেশে খাদ্যে কোথাও কোনো সংকট নেই। রমজান সামনে রেখে আমরা ১ কোটি পরিবারকে বিভিন্ন পণ্য বিতরণ করছি। গ্রামাঞ্চলে ছোলা ও শহরে খেজুর দিচ্ছি। আমরা ব্যবসায়ীদের বলেছি, ন্যায় যেই দাম আছে, তা রাখবেন। আমাদের কোনো সংকট নেই।'

'দেশে রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এ বছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে। দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে দাম বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাস সংযমের। এই মাসে সবার সংযম থাকাটাই জরুরি।'

যারা বিভিন্ন পণ্যর দাম বাড়িয়েছে এবং রমজানে দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'ভোক্তা অধিকারের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। রমজানে যাতে দাম বাড়াতে না পারে, সেজন্য ভোক্তা অধিকার ও প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে বলা হয়েছে। আর বিভিন্ন দেশে আমরা দেখতে পাই, রমজান মাস আসলে তারা পণ্যের দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। আর ক্রেতাদের বলতে চাই, রমজান মাস আসলেই তারা একসঙ্গে মাসের পুরো বাজারটা করে। তারা যেন এটি না করে। এতে করে এমনিতেই খাদ্যদ্রব্য বাজারে কমে যায়। এতে অসাধুরা সুযোগ পায়।'

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago