স্পেন-জার্মানির জয়, ক্রোয়েশিয়ার হোঁচট

কাতার বিশ্বকাপের পর ঘুরে দাঁড়ানোর মিশনে প্রথমবারের মতো মাঠে নামে স্পেন ও জার্মানি। দুই দলই প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় পেয়েছে স্পেন। এক প্রীতি ম্যাচে পেরুকে হারিয়েছে জার্মানি। তবে ওয়েলসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে শেষ দুটি বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

মালাগায় শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের 'এ' গ্রুপের ম্যাচে ৩-০ গোলে নরওয়েকে হারিয়েছে স্পেন। অভিষেকে জোড়া গোল পেয়েছেন তরুণ হোসেলু। অপর গোলটি করেন দানিয়েল ওলমো। স্পেনের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই বড় জয় পান লুইস দে লা ফুয়েন্তে।

কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলটি এদিন ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায়। আলভারো মোরাতার পাস থেকে আলেহান্দ্রো বালদের জোরালো শটে কেবল পা ছুঁয়ে বলের দিক পাল্টে লক্ষ্যভেদ করেন ওলমো।

৮১তম মিনিটে মোরাতার বদলি হোসেলু মাঠে নেমে চার মিনিটের মধ্যে করেন দুই গোল। ফাবিয়ান রুইসের ক্রসে দারুণ এক কোণাকোণি হেডে প্রথম গোল করেন তিনি। পরের মিনিটে জটলায় মধ্যে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন এস্পানিওলের এই ফরোয়ার্ড।

ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের 'ডি' গ্রুপের ম্যাচে ওয়েলসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। ম্যাচের ২৮তম মিনিটে গোলরক্ষক ডমিনিক লিভ্রাকোভিচের লম্বা করে বাড়ানো বল প্রতিপক্ষের অর্ধে নিয়ন্ত্রণে নিয়ে দুই খেলোয়াড়কে এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন আদ্রেজ ক্রামারিচ।

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে সমতায় ফেরে ওয়েলস। যোগ করার সময়ের তৃতীয় মিনিটে ডান প্রান্ত থেকে কনর রবার্টসের লম্বা থ্রোয়ে লাফিয়ে ব্যাক হেড দিয়েছিলেন ক্রিস মেফাম। বাঁ প্রান্তে গোলমুখে ফাঁকায় পেয়ে আলতো টোকায় বল জালে পাঠান বদলি খেলোয়াড় নাথান ব্রডহেড।

মেওয়া অ্যারেনায় প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। দুটি গোলই করেছেন নিকলাস ফুয়েলখুগ। ১২তম মিনিটে নিজেদের অর্ধ থেকে নিকো শ্লটারবেকের শট বুক দিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন কাই হার্ভাটজ। তবে কাছেই থাকা ফুয়েলখুগ জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

৩৩তম ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। মারিয়ুস ভলফের দারুণ থ্রু বলে অফসাইড ফাঁদ এড়িয়ে গোলমুখে আলতো টোকায় দিক বদলে বল জালে পাঠান ফুয়েলখুগ। এরপরও গোল করার মতো দারুণ কিছু সুযোগ পেয়েছিল দলটি। এমনকি পেনাল্টিও মিস করেন হাভার্টজ। তবে গোল না পেলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

3h ago