টটেনহ্যামের চাকুরি ছাড়লেন কন্তে

ছাঁটাইয়ের শঙ্কা ছিল আগে থেকেই। টটেনহ্যাম হটস্পার্সে চলতি মৌসুমে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না আন্তনিও কন্তের। শেষ পর্যন্ত চাকুরি ছাড়তে হলো তাকে। দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় টটেনহ্যাম থেকে বিদায় নিলেন এ ইতালিয়ান কোচ। মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাইয়ের পর এ নিয়ে চতুর্থ কোচ বিদায় করল দলটি।

চলতি মৌসুমের শুরু থেকেই এবার বেশ বাজে অবস্থার মধ্যে রয়েছে টটেনহ্যাম। লিগ কাপ ও এফএ কাপ থেকে আগেই বিদায় নিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় ঘণ্টা বাজে শেষ ষোলোতে এসি মিলানের কাছে হেরে। আর ইংলিশ প্রিমিয়ার লিগেও সংগ্রাম করছে দলটি। চতুর্থ স্থানে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল ও নিউক্যাসলের মতো দল।

ফলে আরও একটি শিরোপাহীন মৌসুম কাটানো সময়ের ব্যপারই মাত্র দলটির জন্য। চলতি বছরে ১৭ ম্যাচ খেলে সাতটি ম্যাচে হেরেছে টটেনহ্যাম। সবশেষ ম্যাচে তারা পয়েন্ট খুইয়েছে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে।

সেই ম্যাচের ফলাফলের পরই এক রকম ভাগ্য নির্ধারিত হয়ে যায় কন্তের। তার উপর সেই ড্রয়ের পর খেলোয়াড়দের উপর তোপ দাগিয়েছিলেন তিনি। খেলোয়াড়দের 'স্বার্থপর' ক্লাবের সংস্কৃতির সমালোচনাও করেছিলেন। এরপর আগের দিন দুই পক্ষের মধ্যে আলোচনার পর ইস্তফা দেন এ ইতালিয়ান।

কন্তে চলে গেলেও নতুন কোচ হিসেবে কাউকে দায়িত্ব দেয়নি ক্লাবটি। আপাতত কন্তের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্রিস্তিয়ান স্তেলিনি মৌসুমের বাকি পথ পর্যন্ত সামলাবেন দলকে। তার ডেপুটি হিসেবে থাকবেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার রায়ান ম্যাসন।

এক বিবৃতিতে ক্লাবের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, 'আমাদের ১০টি প্রিমিয়ার লিগের ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের জায়গার জন্য লড়াইটা আমাদের হাতেই রয়েছে। আমাদের সবাইকে একসাথে টানতে হবে। আমাদের ক্লাব এবং অসাধারণ অনুগত সমর্থকদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ  ফিনিশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে যেতে হবে।'

১৬ মাস আগে টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন কন্তে। এই ক্লাবে ৭৬টি ম্যাচ পরিচালনা করে জয় পেয়েছেন ৪১ ম্যাচে। হার দেখেছেন ২৩ ম্যাচে। যা সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে বাজে পরিসংখ্যান।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago