দখল হওয়া ৩০০ একর বনভূমি উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলার অমাবশ্যাখালিতে দখল হয়ে যাওয়া ৩০০ একর বনভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ।
গত ২৩ থেকে ২৮ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে এসব বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান।
তিনি বলেন, গোরকঘাটা রেঞ্জের আওতাধীন অমাবশ্যাখালি মৌজায় অবস্থিত ম্যানগ্রোভ বনের গাছ কেটে এবং মাটি উত্তোলন করে চিংড়ি ঘের করছিল একটি চক্র। খবর পেয়ে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ভূমিদস্যুদের জবরদখল থেকে প্রায় ৩০০ একর বনভূমি উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, এরশাদ, শাহাবুদ্দিন ও সিকদার নামে ৩ জন ভূমিদস্যু এই দখলদারিত্বে নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে ৮০ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় ৩টি ও বন আদালতে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ৮ জন রেঞ্জ কর্মকর্তা ও শতাধিক অস্ত্রধারী ফরেস্ট গার্ড অংশ নিয়েছেন।
এই বিষয়ে জানতে অভিযুক্ত শাহাবুদ্দিনকে ২ বার ফোন করলেও তিনি ধরেননি।
Comments