খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফের সড়ক অবরোধ
খাগড়াছড়ির ৫টি উপজেলায় সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে অবরোধের সমর্থনে উপজেলাগুলোর বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু হয়।
জেলার মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। গতকাল মঙ্গলবার ইউপিডিএফ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই কর্মসূচির ঘোষণা দেয়।
ইউপিডএফের মুখপাত্র অংগ্য মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মানিকছড়িতে সেটেলার বাঙালির হাতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।'
গত রোববার মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া এলাকায় সাংগঠনিক কাজে গেলে ইউপিডিএফ সদস্য হ্লচিং মং মারমাকে মারধরে করে পুলিশের হাতে তুলে দেন সেখানকার বাঙালিরা। পরবর্তীতে পুলিশী হেফাজতে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Comments