মাদুশকা-করুনারত্নের সেঞ্চুরিতে জবাব শ্রীলঙ্কার

প্রথম ইনিংসে বড় পুঁজি গড়ে লড়াইয়ের আভাস দিয়েছিল আয়ারল্যান্ড। তবে তাদের মোক্ষম জবাব দিচ্ছে লঙ্কানরা। দুই ওপেনার নিশান মাদুশকা ও অধিনায়ক দিমুথ করুনারত্নে দুই জনই পেয়েছেন সেঞ্চুরি। অপেক্ষায় রয়েছেন কুশল মেন্ডিসও। তাতে লাগাম নিজেদের হাতে নিয়েছে স্বাগতিকরা।

বুধবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ১ উইকেটে ৩৫৭ রান তুলে দিন শেষ করেছে তারা। বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে ৫৯ ওভার। সেখানে এক উইকেট হারিয়েছে ২৭৬ রান তুলেছে শ্রীলঙ্কা।

আগের দিনের বিনা উইকেটে ৮১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিনও দারুণ ব্যাটিং করতে থাকেন দুই লঙ্কান ওপেনার করুনারত্নে ও মাদুশকা। ২২৮ রানের দারুণ এক জুটি গড়েন এ দুই ব্যাটার। এ জুটি ভাঙেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া কার্টিস ক্যাম্ফার। লঙ্কান অধিনায়ককে ম্যাথিউ হ্যামফ্রিজের ক্যাচে পরিণত করেন তিনি।

আউট হওয়ার আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন করুনারত্নে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১১৩ বলে খেলেন ১১৫ রানের ইনিংস। ১৫টি চারের সাহায্যে সাজান নিজের সেঞ্চুরি। এরপর কুশল মেন্ডিসের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন মাদুশকা। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছে তারা।

সেঞ্চুরি তুলে নিয়েছেন মাদুশকাও। ২৩৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন তিনি। ১৮টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে এটাই তার প্রথম সেঞ্চুরি। ৯৬ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮৩ রান তুলে সেঞ্চুরির পথে রয়েছেন কুশল মেন্ডিসও। 

প্রথম ইনিংসে পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফারের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৪৯২ রান তুলে অলআউট হয় আয়ারল্যান্ড।

Comments

The Daily Star  | English

Govt decides to ban activities of AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

2h ago