বার্সেলোনাকে বিদায় বলে দিলেন বুসকেতস

অনেক দিন থেকেই গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন অধিনায়ক সের্জিও বুসকেতস। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হতে চলেছে। নিজেদের অফিসিয়াল টুইটারে ভিডিও পোস্ট করে বুসকেতসের ক্যাম্প ন্যু ছাড়ার সংবাদ নিশ্চিত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা।

বুধবার সামাজিকমাধ্যম টুইটারে 'বার্সার একজন কিংবদন্তি বিদায় বলছেন' শিরোনামে একটি ভিডিও পোস্ট করে কাতালান ক্লাবটি। যেখানে এ মিডফিল্ডারের ক্যারিয়ারে দারুণ কিছু মুহূর্ত তুলে ধরে বিদায়ী বার্তা দেন বুসকেতস, 'সময় এসেছে বলার, বার্সেলোনার সাথে এটাই আমার শেষ মৌসুম। এই পথচলা কখনো ভুলে যাওয়ার নয়।'

এই ক্লাবের খেলার স্বপ্ন ছোট থেকেই দেখতেন জানিয়ে আরও বলেন, 'যখন ছোট ছিলাম, বার্সেলোনার ম্যাচ দেখতে আসতাম কিংবা টিভিতে তাদের ম্যাচ দেখতাম, তখন সবসময় স্বপ্ন দেখতাম এই জার্সিতে এবং এই মাঠে খেলার। এরই মধ্যে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে।'

'যখন তরুণ খেলোয়াড় হিসেবে এখানে এসেছিলাম, তখন যদি আমাকে বলা হতো, বিশ্বের সেরা এই ক্লাবটির হয়ে আমি ১৫টি মৌসুম খেলব, তাহলে আমি সেটা বিশ্বাস করতাম না। এই ক্লাব আমার জীবন, আজকে আমি যা, তার সবকিছু এবং সবসময় বার্সেলোনার সমর্থক হয়ে থাকব। সদস্য, খেলোয়াড়, অধিনায়ক হয়ে আমি ৭০০-এর বেশি ম্যাচ খেলেছি, এটা সম্মানের, স্বপ্নের এবং গর্বের।'

'সবকিছুরই শুরু এবং শেষ আছে। যদিও এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমার মনে হয়, সময় এসে গেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই সবকিছু সম্ভব করেছে, ক্লাবের স্টাফ, ফিজিও, ডাক্তার, কিট ম্যানেজার, প্রতিনিধি, গণমাধ্যম, ক্লাবের এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, কোচদের, অ্যানালিস্ট, ফিজিক্যাল ট্রেনার এবং বিশেষ করে আমার সতীর্থদের, যাদের সঙ্গে আমি হাজারো ঘণ্টা শেয়ার করেছি, মজা করেছি, গল্প করেছি, অনুশীলন করেছি, খেলেছি, হাসাহাসি করেছি, কেঁদেছি, উদযাপন করেছি, সবকিছু করেছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই, ক্লাবের সদস্য ও সারা বিশ্বজুড়ে থাকা বার্সেলোনা সমর্থকদের, যারা আমাকে এই পথচলায় সমর্থন জুড়িয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন।'

২০০৫ সালে বার্সেলোনার যুব দলে দেওয়ার দুই বছর পর 'বি' দলের হয়ে অভিষেক হয়। ২০০৮ সালে জায়গা করে নেন মূল দলে। এরপর ক্লাবটির হয়ে ৭১৯টি ম্যাচ খেলে পেয়েছেন সম্ভাব্য সব শিরোপার স্বাদ। ৮টি লা লিগা, ৭টি কোপা দেল রে ও ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই মিডফিল্ডার।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago