মেসির পরিবর্তে সিলভাকে চায় পিএসজি!

ক্রমেই পিএসজির সঙ্গে দূরত্ব বাড়ছে লিওনেল মেসির। ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আগামী মৌসুমে প্যারিসের ক্লাবটিতে তাকে দেখতে পাওয়া বেশ কঠিনই। যদিও তার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি থেকে এখনও সরে আসেনি ক্লাবটি। তবে শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি নবায়ন করা না গেলে তার বিকল্প হিসেবে ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভাকে ভেবে রেখেছে তারা! এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।

সংবাদে তারা জানিয়েছে, মেসি চলে গেলে তার বিকল্প হিসেবে পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার সিলভাকে পছন্দ পিএসজির। অবশ্য তাকে পাওয়ার ইচ্ছা তাদের এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছিল। মোনাকোতে থাকাকালীন সময় থেকেই। গত মৌসুমে তো চুক্তির অনেক কাছেও এসেছিল দুই পক্ষ। কিন্তু আর্থিক কিছু জটিলতায় শেষ পর্যন্ত এই চুক্তি হয়নি। তবে মেসি চলে গেলে ক্লাবটির খরচ বাঁচবে বড় অঙ্কে। তাতে সিলভাকে দলভুক্ত করতে খুব বেশি বেগ পেতে হবে না তাদের।

এদিকে সিলভার সঙ্গে গত দুই মৌসুমে বার্সেলোনার সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। তাকে পেতে আগ্রহ দেখিয়েছে আরও অনেক ক্লাবই। শেষ পর্যন্ত সিটিতেই আছেন সিলভা। উল্টো গত মার্চে ২০২৫ সাল পর্যন্ত সিটিজেনদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। কিন্তু তারপরও তাকে নিয়ে গুঞ্জন থেমে থাকেনি। সম্প্রতি সিলভার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদও।

তবে শুধু সিলভাই নয়, বিকল্প হিসেবে আরও কিছু খেলোয়াড়কে ভেবে রেখেছে পিএসজি। বিশেষকরে কাতার বিশ্বকাপে নজরকারা দুই ফরাসি ফরোয়ার্ড র‍্যান্ডাল কোলো মুয়ানি এবং মার্কাস থুরামে চোখ রেখেছে তারা। মূলত একজন বাঁ-পায়ের সেন্টার-ব্যাক এবং সেন্টার-মিডফিল্ডারের তালাসে রয়েছেন ফুটবল পরিচালক লুইস ক্যাম্পোস।

এদিকে, আগামী জুনের শেষেই পিএজসির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মেসির। নতুন মৌসুমে বার্সেলোনায় ফেরার গুঞ্জনই চড়া ফুটবল মহলে। সেই সঙ্গে রয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার গুঞ্জনও। কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে বলেও নিশ্চিত করেছিল বার্তা সংস্থা এএফপি। তবে মৌসুম শেষেই জানা যাবে কোথায় যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

2h ago