মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন আলবাও

জেরার্দ পিকে ও সের্জিও বুসকেতসের পর বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন জর্দি আলবাও। যদিও ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত। তবে দুই পক্ষের মধ্যে আলোচনার পর চুক্তি বাতিল করতে সম্মত হয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

আগামী রোববার ন্যু ক্যাম্পে মায়োর্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা। সেই ম্যাচেই বিদায় দেওয়া হবে বুসকেতস ও আলবাকে। যদিও এরপর সেলতা ভিগোর বিপক্ষে আরও একটি ম্যাচ রয়েছে বার্সার। কিন্তু সেটা অ্যাওয়ে ম্যাচ হওয়ায় মায়োর্কার বিপক্ষেই বিদায় দেওয়া হবে তাদের।

তবে কয়েকদিন আগেও প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। চুক্তির মেয়াদ শেষ করেই বার্সা ছাড়ার বিষয়ে অটল ছিলে আলবা। তবে মেয়াদের আগেই ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বিদায়ের সোনালী প্রজন্মের আরও একজন খেলোয়াড় হারাচ্ছে ব্লুগ্রানারা।

বার্সায় অবশ্য এই মৌসুমে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না আলবা। তরুণ বালদেকেই লেফটব্যাক হিসেবে প্রথম পছন্দ কোচ জাভির। ক্লাব ছাড়ার পেছনে কাজ করেছে এই বিষয়টিও। 

২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন আলবা। এরপর ১১টি মৌসুমে কাটিয়েছেন এই ক্লাবে। জিতেছেন ১৮টি শিরোপা (একটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা, পাঁচটি কোপা দে রে, চারটি স্প্যানিশ সুপার কাপ, একটি ক্লাব বিশ্বকাপ ও একটি ইউরোপিয়ান সুপার কাপ)। এখন পর্যন্ত ৪৫৮টি ম্যাচে অংশ নিয়ে গোল দিয়েছেন ২৭টি।  

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

3h ago