ফুটবলার মহসিনকে চিকিৎসা ও আইনি সহায়তা দিতে চায় বিসিবি

দেশের ফুটবলের স্বর্ণ সময়ের তারকা গোলরক্ষক মহসিনের দুর্দশা নিয়ে সম্প্রতি খবর প্রকাশ হয় কিছু গণমাধ্যমে। এক সময় কানাডা প্রবাসী এই ফুটবলার দেশে ফিরে নানান কারণে পতিত হন সংকটে। ব্যক্তিগত কারণে ক্রমশ অন্ধকারে ডুবতে থাকেন তিনি।
Mohammad Mohsin
নিজের বাসায় ফুটবলার মহসিন। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

সংকটে পড়া আশি ও নব্বুইয়ের দশকের তারকা ফুটবলার মোহম্মদ মহসিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার চিকিৎসায় সহায়তা করার পাশাপাশি জমিজমা সংক্রান্ত ব্যাপারে আইনি সহায়তা দিতে চায় বিসিবি। 

দেশের ফুটবলের স্বর্ণ সময়ের তারকা গোলরক্ষক মহসিনের দুর্দশা নিয়ে সম্প্রতি খবর প্রকাশ হয় কিছু গণমাধ্যমে। এক সময় কানাডা প্রবাসী এই ফুটবলার দেশে ফিরে নানান কারণে পতিত হন সংকটে। ব্যক্তিগত কারণে ক্রমশ অন্ধকারে ডুবতে থাকেন তিনি। এমন অবস্থায় উনার কিছু সম্পত্তিও বেহাত হয়ে যাওয়ার খবর জানা যায়। বর্তমানে স্মৃতিভ্রষ্টটায় আক্রান্ত এই ফুটবলারের অবস্থা জানার পর বিষয়টি নাড়া দিয়েছে বিবিসি কর্তাদের।

মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মিরপুরে গণমাধ্যমে মহসিনের পাশে থাকার খবর দেন,  'আপনারা জানেন যেকোনো খেলার অ্যাথলেট সংকটে পড়লে বিসিবি এগিয়ে আসে। মহসিন ভাইয়ের ব্যাপারটাও এরকমই। তার ব্যাপারটা আমাদের সভাপতির নজরে এসেছে। এজন্য তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। উনাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে।'

'মহসিন ভাই জাতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন। উনার সময়ে যথেষ্ট ভক্ত ছিল। আমরা সাদা কালো টিভিতে খেলা দেখতাম। উনার পাশে থাকতে পারলে আমরা খুশি হবো।'

Mohammad Mohsin
খেলোয়াড়ী জীবনে মহসিন। ফাইল ছবি।

মহসিনের পরিবারের সঙ্গে আলাপ হওয়ার কথা জানিয়ে নিজামউদ্দিন জানান, আর্থিক নয় মূলত জমিজমা উদ্ধার নিয়ে আইনি সহায়তা বেশি চায় তার পরিবার,  'উনার পরিবার থেকে আর্থিক সাহায্যের কথা বলা হয়নি। বলা হয়েছে উনার শারীরিক অবস্থা...আমরা বলেছি যত তাড়াতাড়ি উনাকে চিকিৎসকের কাছে নিয়ে শারীরিকভাবে উনার পর্যবেক্ষণ করা।'

'উনার জায়গা জমি সংক্রান্ত যে আইনি ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ইতোমধ্যে আমাদের লিগ্যাল এডভাইজারকে বলেছি কাগজপত্র গুলো দেখে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া।'

কয়েক বছর আগে কানাডা থেকে দেশে ফেরার পর মহসিন বর্তমানে মৌচাকে নিজের ফ্লাটে বসবাস করছেন। তবে মানসিকভাবে তিনি সুস্থ নন। ভারসাম্য হারানো এই তারকার সংকট নিয়ে সপ্তাহ খানেক আগে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছে তার পরিবার।

Comments

The Daily Star  | English
Bangladesh to loosen interest rate on IMF prescription

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

4h ago