রিয়ালে বিক্রি করে দিতে পিএসজিকে বলেননি এমবাপে
গুঞ্জনের শুরুটা হয় ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের বরাতে। পিএসজিতে চুক্তি নবায়ন না করে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চায় বলেই জানায় তারা। এরপর সামাজিকমাধ্যমে সেই গুঞ্জনকে মিথ্যে বলে দাবি করেন এই তরুণ। এবার ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে আরও একবার করলেন একই দাবি।
রিয়ালে যেতে দেওয়ার বিষয়টি না বললেও পিএসজিকে নিজের ভবিষ্যতের কথা এরমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন এমবাপে। নতুন করে কোনো চুক্তি করবেন না তিনি। অর্থাৎ ২০২৪ সালে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষেই ছাড়বেন প্যারিসের ক্লাব। ফ্রি এজেন্ট হয়েই ক্লাব ছাড়তে চাইছেন তিনি।
লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমি তাদেরকে আমাকে বিক্রি করে দিতেও বলিনি, রিয়াল মাদ্রিদে যেতে দিতেও বলিনি। আমি শুধু নিশ্চিত করেছি যে, আমি আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে চাই না। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কখনই আমরা কথা বলিনি, কিন্তু এখানে আমি খুশি মনেই পরের মৌসুম থাকতে চাই।'
মূলত চুক্তি নবায়ন করতে না চাওয়ার ব্যাপারটি একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে জানান এমবাপে। কারণ রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চুক্তির ধারা অনুসারে, নতুন মৌসুম শুরুর আগে না জানালে স্বয়ংক্রিয় ভাবে সক্রিয় হয়ে যাবে তার ২০২৫ সালের চুক্তিও। অর্থাৎ সেক্ষেত্রে বাড়তি আরও এক মৌসুম প্যারিসেই থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বিষয়টি জানান এমবাপে।
কিন্তু এমবাপেকে বিনে পয়সায় ছাড়তে রাজী নয় পিএসজি। চুক্তি নবায়ন না করলে তাই এখনই তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। এরমধ্যেই তারা জানিয়েছে, এমবাপের জন্য বাজার যাচাই করতে চায় তারা। কিন্তু আরও এক মৌসুম এই ক্লাবেই থাকতে চান এমবাপে। এ নিয়ে চলছে দোটানা।
Comments