বেলজিয়ামের হয়ে না খেলেই ফিরে গেলেন ‘অপমানিত’ কোর্তোয়া

Thibaut Courtois

সোনালী প্রজন্মের বেলজিয়াম দল অনেক রোমাঞ্চ তৈরি করলেও বড় সাফল্য পায়নি। উল্টো অভ্যন্তরীণ কোন্দলে জেরবার অবস্থা তাদের। গত বিশ্বকাপ থেকে শুরু হওয়া কোন্দলের জের এখনো কাটেনি। এবার অধিনায়কত্ব না পেয়ে ইউরো বাছাইপর্বের ম্যাচ না খেলেই চলে গেছেন তারকা কিপার থিবো কোর্তোয়া।

গত বিশ্বকাপের পর এডেন হ্যাজার্ড অবসর নিলে নতুন অধিনায়ক করা হয় কেভিন ডি ব্রুইনাকে। কিন্তু চোটের কারণে দুই মাস মাঠের বাইরে তিনি।

ইউরো বাছাইপর্বে শনিবার ঘরের মাঠে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেলজিয়াম। সেই ম্যাচে স্ট্রাইকার রোমেলো লুকাকোকে নেতৃত্ব দেন কোচ দমেনিকো তেদেসকো। সিদ্ধান্তটি পছন্দ হয়নি কোর্তোয়ার।

আজ মঙ্গলবার এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ না খেলেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার।

সংবাদ সম্মেলনে পরে কোচ তেদেসকো জানান, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বেই হয়েছে এই পরিস্থিতি, 'আমরা আগেই ঠিক করেছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে লুকাকো অধিনায়কত্ব করবে আর এস্তোনিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবে কোর্তোয়া।  সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচর পর কোর্তুয়া আমার কাছে এসে বলল সে বাড়ি ফিরে যাবে। কারণ সে হতাশ এবং সে মনে করে তাকে অপমান করা হয়েছে।'

তবে কোর্তুয়ার এই সিদ্ধান্ত হতবাক হওয়ার কথা জানান কোচ,

'আমার চোখে সে বিশ্বের সেরা গোলকিপার। আমি শুধু গোলকিপার না মানুষ হিসেবেও তাকে পছন্দ করি। আমি বিস্মিত হয়েছি যে সে আহত বোধ করেছে ও হতাশ হয়েছে।'

২০১১ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচ খেলেছেন কোর্তুয়া। বেলজিয়ামের পরের ম্যাচ সেপ্টেম্বর। তখন কোর্তোয়া আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন কিনা তা নিয়ে তৈরি হলো সংশয়।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago