ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রোমাঞ্চকর জয় পেয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শিরোপা মঞ্চে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয়েছে লতা মণ্ডলের দলকে।
বুধবার হংকংয়ে বাংলাদেশ নারী 'এ' দলকে ৩১ রানে হারিয়ে প্রথমবারের মতোন আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত 'এ' দল।
আগে ব্যাট করা ভারতকে ১২৭ রানে আটকে রাখলেও টপ অর্ডারের ব্যর্থতায় পারা যায়নি। পুরো ১৯.২ ওভার খেলে বাংলাদেশের মেয়েরা করতে পারে ৯৬ রান।
Champions!
India 'A' beat Bangladesh 'A' by 31 runs to win the #WomensEmergingTeamsAsiaCup2023
Batting first, managed a competitive total of 127. In reply, Patil's 4-fer overwhelmed the batters - who ended with only 96 runs! #ACC pic.twitter.com/AEhz8UDneG
— AsianCricketCouncil (@ACCMedia1) June 21, 2023
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সাথি রানির সঙ্গে সোবহানা মোশতারি একটা জুটির আভাস দিয়েছিলেন। কিন্তু থিতু হয়ে থামেন দুজনই। ১১ বলে ১৩ করে বিদায় নেন সাথি। সোবহানা ২২ বলে করেন ১৬ রান।
সবচেয়ে হতাশ করে বাংলাদেশের মিড অর্ডার। অধিনায়ক লতা, অভিজ্ঞ মুরশিদা খাতুন আর বড় ভরসা আগ্রাসী ব্যাটার স্বর্ণা আক্তার হন ব্যর্থ। তিনজনই আউট হয়েছেন দুই অঙ্কের আগে।
৫৬ রানেই তাই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও টানছিলেন নাহিদা আক্তার। কিন্তু তার একার পক্ষে কঠিন সমীকরণ মেলানো সম্ভব ছিল না। নাহিদা এক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন বাকিদের যাওয়া-আসা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করতে পারেনি ভারতও। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন মারুফা আক্তার, সানজিদা খাতুন মেঘলারা। পাওয়ার প্লের শেষ ওভারে শ্বেতা সেহরাওয়াতকে তুলে নেন বাঁহাতি স্পিনার নাহিদা। খানিক পর ইউ ছেত্রীকে ফেরান রাবেয়া খান। গঙ্গাদি তিশাকে রান করতে দেননি সুলতানা খাতুন।
তবে দীনেশ ভৃন্দা, কানিকা আহুজাদের আটকানো যায়নি। ভৃন্দা ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। কানিকা খেলেন ২৩ বলে ৩০ রানের ইনিংস। এদিনও বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাহিদা। ৪ ওভার বল করে ১৩ রানে নেন ২ উইকেট।
নাহিদা পরে ব্যাট হাতেও ২২ বলে ১৭ রান করে ছিলেন অপরাজিত। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। বাংলাদেশের মেয়েদের ধসিয়ে অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ে রেখেছেন বড় ভূমিকা।
Comments