দিনুকার লক্ষ্য বিশ্বমানের স্পিনার তৈরি করা
বাংলাদেশ নারী ক্রিকেটের যাত্রা প্রায় দেড় যুগ হলেও এবারই প্রথম স্পিন বোলিং কোচ পেয়েছেন টাইগ্রেসরা। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে যোগ দিয়েছেন দিনুকা হেত্তিয়ারাচ্চি। এর আগে শ্রীলঙ্কা নারী দলের হয়ে কাজ করা লঙ্কানের প্রথম লক্ষ্য - বিশ্বমানের স্পিনার তৈরি করা।
সোমবার, তার স্বদেশী এবং প্রধান কোচ হাসান তিলকারাত্নের সাথে কীভাবে সঠিক অঞ্চলে বল করতে হয় তা তরুণ স্পিনারদের দেখিয়ে দিচ্ছিলেন দিনুকা। পরে সেশনের ভিডিওগুলো বিশ্লেষণ করা হয়। তা দেখে বেশ সন্তোষ প্রকাশ করেন এ কোচ।
'অনেক ইতিবাচক। এই প্রথম তারা একজন স্পিন-বোলিং কোচ পেয়েছে। বিশ্ব ক্রিকেটের জন্য ভালো স্পিনার তৈরি করাই আমার লক্ষ্য। ঘরোয়া ক্রিকেট নয়। তাদের নিখুঁত করার চেষ্টা করছি তবে সময় লাগবে। আমি শ্রীলঙ্কার নারীদের সঙ্গেও কাজ করতাম এবং আপনি জানেন উপমহাদেশে পুরুষ এবং নারী উভয় স্পিনাররা সত্যিই ভালো করছে,' বলেন দিনুকা।
এদিন নাহিদা আক্তারের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন দিনুকা। করেছেন আরও অনেক তরুণ স্পিনারদের নিয়ে, যাদের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েনি। তাদের নিয়ে বেশ আশাবাদী এ কোচ। আর টিম ম্যানেজমেন্টও ঘরের মাঠে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তরুণ প্রতিভা খুঁজছে।
তবে অভিজ্ঞদেরও সুযোগ দেখছেন দিনুকা, 'আমাদের অনেক ভালো স্পিন বোলার আছে এবং টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ভিন্ন ভিন্ন বোলার খেলানোর চেষ্টা করছি। এখন আমি তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করছি এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে আসার চেষ্টা করছি তাই আমাদের অভিজ্ঞতা দরকার এবং আমরা রুমানাকে ব্যবহার করার চেষ্টা করছি। রাবেয়া (খান) এবং (সানজিদা আক্তার) মেঘলারাও রয়েছে যারা খুব ছোট। নাহিদারও অভিজ্ঞতা আছে।'
ভারত সিরিজ তরুণদের জন্য উন্নতি করার দারুণ সুযোগ মনে করেন দিনুকা, 'ভারতের অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং আমাদের কাছে তরুণ ক্রিকেটাররা আসছে। তারা শিখবে কারণ আপনি যখন অনুশীলন করবেন এবং স্পিন উইকেটে কীভাবে বল করতে হয় এবং স্লো বা বাউন্সি উইকেটে কীভাবে বল করতে হয়, তখন এটি শেখার একটি ভাল সুযোগ।'
তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সহজ না হলেও তাদের বিপক্ষে এই তরুণরা চ্যালেঞ্জ জানাবে বলে বিশ্বাস করেন এই লঙ্কান কোচ, 'ভারতের বিপক্ষে খেলাটা সহজ নয় কিন্তু আমাদের কাছে ভালো স্পিনার আসছে এবং তরুণরা সত্যিই ভালো করছে। আশা করি আমরা ভারতকে ভালো চ্যালেঞ্জ জানাব।'
Comments