জমি নিয়ে বিরোধে আ. লীগ নেতার পিস্তল উঁচিয়ে গুলি-চাপাতি নিয়ে হামলা
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ও চাপাতি দিয়ে ৩ জনকে আহতের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত সেলিম ভূঁইয়া (৪০) শিবপুর পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি ৪নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।
আজ শনিবার দুপুরে শিবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে সেলিম ভূইয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আহতরা হলেন—পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার আকবর আলীর সোহেল মিয়া (৩৬), নাইমুল হাসান অপি (২৪) ও সেকান্দর আলীর ছেলে আরিফ মিয়া (২৮)। সোহেলের ডান হাতের আঙুলে, নাইমুলের ডান হাতের কবজির নিচে ও আরিফের বাম পায়ের তালুতে কোপ লেগেছে। তারা ৩ জনই শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ২ বছর আগে পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় পৌণে ১০ শতাংশ জমি কেনেন সোহেল মিয়া। কিছুদিন পরই এর পাশের প্রায় ৩০ শতাংশ নিচু জমি কেনেন অভিযুক্ত সেলিম ভূঁইয়া। ওই জমি উঁচু করার জন্য মাটি ফেলতে গিয়ে সোহেলের জমির কিছু অংশও ভরাট হয়ে যায়। এ নিয়ে প্রতিক্রিয়া দেখালে সেলিম তখন বলেছিলেন, ভ্যেকু এনে মাটি সরিয়ে নেবেন তিনি। কিন্তু তিনি মাটি সরিয়ে নেননি।
ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, 'গতকাল শুক্রবার সন্ধ্যায় সেলিম ভূঁইয়াকে কাছে পেয়ে আমি নিজের জমিতে চারা রোপণের পরিকল্পনার কথা জানাই। সেসময় তিনি বলেন, চারা লাগাতে হলে তাকে ১০ লাখ টাকা দিতে হবে। আমি তার কথায় রাজি না হয়ে আজ দুপুর ১২টার পরপর কিছু চারা কিনে এনে নিজের জমিতে রোপণ করতে শুরু করি। কিছু চারা রোপণের পর সেলিম ভূঁইয়া ঘটনাস্থলে এসে আমাকে গালিগালাজ করেন ও চারাগুলো উপড়ে ফেলেন। এ সময় আমাকে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেন তিনি।'
'ঘটনা জানাজানি হলে আমার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে। এতে ক্ষুব্ধ হয়ে সেলিম একটি বিদেশি পিস্তল নিয়ে ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন টাকশাল নিয়ে আমাদের ওপর হামলা করে,' বলেন তিনি।
'অল্পের জন্য সেলিমের ছোড়া গুলি থেকে বেঁচে গিয়েছি,' যোগ করেন তিনি।
স্থানীয় লোকজন শিবপুর থানা-পুলিশে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পরে বাড়িটির একটি আলমারির ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় বিদেশি পিস্তলসহ সেলিম ভূঁইয়া আটক হন। সেসময় বাড়িটির ভেতর থেকে আরও ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, 'ঘটনাস্থলে দুই রাউন্ড গুলি করেছেন সেলিম ভূঁইয়া। সেলিমের কাছ থেকে মেইড ইন সিঙ্গাপুরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ওই বাড়ি থেকে সেলিম, হাসান, হিরণ ও কাউসার— এই ৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম ভূঁইয়ার সঙ্গে পৌর আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শিবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান।
Comments