আরও যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

Law minister
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তির আরও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ মঙ্গলবার মঙ্গলবার সংসদীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আনিসুল হক লক্ষ্মীপুর-১ থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে ৮টি স্কোয়াড্রন ফাইটার জেট রয়েছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে ২টি সাবমেরিনসহ ছোট বড় ৬৫টির বেশি যুদ্ধজাহাজ এবং ২টি হেলিকপ্টার ও ৪টি মেরিটাইম এয়ারক্রাফট রয়েছে।

আনিসুল হক বলেন, 'ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীতে বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে ফ্রিগেট, করভেট, অফসোর পেট্রল ভেসেল (ওপিভি), মাইন কাউন্টার মেজার ভেজেল (এমসিএমভি), লার্জ পেট্রল ক্রাফট (এলপিসি), ওশান টাগ, হারবার টাগ, ওয়েল ট্যাংকার, লজিস্টিক ‍শিপ, ফ্লোটিং ক্রেন, হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ও হোভার ক্রাফট সংযুক্তির পরিকল্পনা রয়েছে।'

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

18m ago