অস্ত্র নিয়ে মমতার বাসভবনে ঢোকার চেষ্টা, যুবক আটক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়েছে।
আজ শুক্রবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের গলি থেকে তাকে আটক করে পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, ঘটনার সময় বাড়িতে ছিলেন মমতা। তিনি ধর্মতলার কাছে 'শহীদ দিবস' সমাবেশস্থলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে।
তিনি আরও জানান, কালো কোট ও টাই পরা ওই ব্যক্তির নাম শেখ নূর আলম। তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ছুরি ও বিভিন্ন সংস্থার বেশ কয়েকটি আইডি কার্ড এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'লোকটি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার চেষ্টা করছিলেন তখন আমাদের কর্মকর্তা তাকে বাধা দেয়। আমরা তার আসল উদ্দেশ্য কী ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি অসংলগ্নভাবে কথা বলছেন। কখনো বলছেন তিনি আনন্দপুর থেকে এসেছেন, কখনো বলছেন পশ্চিম মেদিনীপুরে থাকেন।'
কালীঘাট থানায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), বিশেষ শাখার কর্মী ও স্থানীয় থানার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তার কালো রঙের গাড়িটি জব্দ করা হয়েছে।
Comments