ভারতের বিপক্ষে সাফল্যে র্যাঙ্কিংয়ে ইতিহাস সেরা অবস্থানে ফারজানা-নাহিদা
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সাফল্য বাংলাদেশ নারী দলকে র্যাঙ্কিংয়েও শুনিয়েছে সুখবর। ব্যাটার ফারজানা হক পিংকি ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার উঠেছেন দেশের ইতিহাসের সেরা অবস্থানে।
এর আগে বাংলাদেশের কোন মেয়ে সেরা বিশে আসতে পারেননি। প্রথম ব্যাটার হিসেবে সেরা বিশে জায়গা পেলেন ফারজানা, ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৯।
মঙ্গলবার নারীদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তাতে দেখা যায় ৫ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠেছেন নাহিদা। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন ফারজানা। এই সাফল্য তাকে তুলেছে উপরে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এর আগে সেরা অবস্থানে উঠেছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালে তার অবস্থান ছিল ২৫ নম্বরে। ফারজানা তাকে ছাপিয়ে গেলেন।
শক্তিশালী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। সিরিজ জুড়ে ৬ উইকেট নিয়ে অবদান রাখেন নাহিদা। সেই ফলই তিনি পেয়ছেন র্যাঙ্কিংয়ে। তার আগে নারীদের ওয়ানডেতে দেশের সেরা অবস্থান ছিল অভিজ্ঞ সালমা খাতুনের। গত বছর ২০ নম্বরে উঠেছিলেন তিনি।
এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন নতুন মুখ সুলতানা খাতুন। লেগ স্পিনার রাবেয়া খান ৬০ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬৩ নম্বরে। ব্যাটারদের শীর্ষ অবস্থানে উঠেছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার-ব্রান্ট। বোলারদের শীর্ষে আরেক ইংলিশ সোফি একলেস্টোন।
Comments