এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, ভারত ও মায়ানমার
এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক চীন সহ ভারত ও মায়ানমার রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের গ্রুপে। কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরাও। মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংজুতে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়ান গেমস। যা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তবে ফুটবল পর্ব শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এর আগে আগ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ফুটবলের ছেলে ও মেয়ে উভয় বিভাগের ড্র।
ছেলেদের বিভাগে স্বাগতিক চীনসহ মোট ২৩ দল অংশ নিচ্ছে। 'ডি' গ্রুপ ছাড়া প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। কেবল মাত্র 'ডি' গ্রুপে রয়েছে জাপান, ফিলিস্তিন ও কাতার। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে শেষ ষোলোয়। এছাড়া তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দলও সুযোগ পাবে এই পর্বে।
মেয়েদের বিভাগে রয়েছে মোট ১৭টি দল। এখানে দুটি গ্রুপে খেলবে ৪টি করে দল। বাকি তিনটি গ্রুপে রয়েছে ৩টি করে দল। পাঁচ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এছাড়া সেরা তিনটি দল হবে তাদের সঙ্গী।
Comments