এক আসর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপে পড়েছিল পাপুয়া নিউগিনি। পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ফিলিপিন্সকে উড়িয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।
শুক্রবার পোর্ট মরসবেতে বাছাই পর্বে ২২৯ রান করে ১০০ রানের বিশাল ব্যবধানে জিতেছে টনি উরা, আসাদ ভালা, চার্লস আমিনির দল। বাছাইপর্বে এই অঞ্চল থেকে পাঁচ ম্যাচের সবগুলো জিতে এক ম্যাচ আগেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টিকিট নিশ্চিত করে ফেলেল তারা।
সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় পাপুয়া নিউগিনি। এক ম্যাচও জিততে পারেনি। ২০২২ বিশ্বকাপেও জায়গা হয়নি তাদের। সেদিক থেকে এবার তাদের ফেরা হতে যাচ্ছে।
২০ দলকে নিয়ে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপ। এরমধ্যে বাংলাদেশসহ ১২ দল নিশ্চিত হয়েছে সরাসরি।
বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও বাংলাদেশের।
আঞ্চলিক বাছাই পেরিয়ে ইতোমধ্যে তাদের সঙ্গে যোগ দিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
এর বাইরে এশিয়া অঞ্চল থেকে দুই, আফ্রিকা অঞ্চল থেকে দুই ও আমেরিকা অঞ্চল থেকে আরও একটি দল বিশ্বকাপে জায়গা পাবে।
Comments