কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিলেন শিক্ষকরা
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২২ দিন অবস্থান কর্মসূচি পালন শেষে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
আজ মঙ্গলবার রাতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, 'জাতীয়করণসংক্রান্ত বিষয়ে দুটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, তাতে শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে। সরকারি–বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বৈষম্য দূর ও আর্থিক বিষয়টি নির্ধারণ করার পর প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'
'আমরা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা ক্লাসে ফিরে যাব,' যোগ করেন তিনি।
এদিন সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শতাধিক শিক্ষক মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অনশন শুরু করেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় শিক্ষকদের কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায়।
Comments