টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন স্মিথ, রুট ও বাবর

তিন দেশের তিন সেরা ব্যাটার চলতি সপ্তাহে দারুণ খেলার সুফল পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে। দুইয়ে উঠে এসেছেন ওভাল টেস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইংল্যান্ডের জো রুট। একই টেস্টে ভালো খেলে তিনে উঠেছেন স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ে অবদান রেখে বাবর আজম আছেন চারে।

বুধবার আইসিসির পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা গেছে এসব চিত্র।

ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের জয়ে ৯১ রানের ইনিংস খেলেন রুট। তার ব্যাটে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিয়ে ৪৯ রানে জিতে সিরিজ ২-২ করে ইংল্যান্ড। তাতে ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন দুইয়ে। শীর্ষ থাকে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের থেকে কেবল ২৪ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন ইংলিশ তারকা।

একই টেস্টে নিজ দলের হয়ে প্রতিরোধ গড়েন স্মিথ। দুই ইনিংসে ৭১ ও ৫৪ রান করেন। তাতে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে মাত্র ৩৯ রান করলেও দুই ধাপ এগিয়েছেন। তিনি আছেন চারে। এই দুজনকে জায়গা দিতে পিছিয়েছেন মারনাস লাবুশানে ও ট্রেভিস হেড। সর্বশেষ টেস্টে রান পেতে ব্যর্থ হয়েছেন দুজনেই।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও পোক্ত করেছেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড দুই ধাপ এগিয়ে আছেন চারে। দুই ধাপ এগিয়ে ভারতের রবীন্দ্র জাদেজা উঠেছেন তিনে। পাকিস্তানের শাহীন আফ্রিদি এগিয়ে উঠেছেন ছয়ে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন জাদেজা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago