চট্টগ্রামের রাস্তাঘাটে কেউ ধরছেন মাছ, কেউ কাটছেন সাঁতার
টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের বেশকিছু এলাকা। পানিতে থই থই করছে নগরের নিচু এলাকাগুলো।
আজ রোববার নগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জায়গায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
বহদ্দারহাট, বাকলিয়া, মিয়াখাঁন নগর, চকবাজার, ষোলশহর, হালিশহর, মুরাদপুর, চান্দগাঁও, বলিরহাট, আগ্রাবাদ, চৌমুহনী, রঙ্গীপাড়া, ছোট পুল, বড় পুল, মা ও শিশু হাসপাতাল এলাকা, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, রিয়াজ উদ্দিন বাজার, মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।
সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি নাথ বলেন, 'নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।'
Comments