আনুষ্ঠানিকভাবে আল-হিলালে যোগ দিলেন নেইমার
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আগেই খবর দিয়েছিল, তাদের খবরই শেষ পর্যন্ত সত্যি হলো। পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে।
মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল তাদের টুইটারে নেইমারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। এক ভিডিও পোস্ট করে নেইমারের বলছেন, 'আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।'
"I am here in Saudi Arabia, i am HILALI "@neymarjr #AlHilal
pic.twitter.com/q7VUhf0FnQ— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 15, 2023
নেইমারের যোগ দেওয়ার খবর দিলেও চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করেনি আল-হিলাল। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন নেইমার।
ফরাসি ক্লাব পিএসজিতে বার্ষিক ২৫ মিলিয়ন ইউরো আয় করতেন নেইমার। জানা গেছে আল-হিলালে তার ছয় গুণ আয় করবেন তিনি।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পিএসজির হয়ে ছয় বছরে পাঁচটি লিগ ওয়ানসহ ১৩টি ট্রফি জেতেন। তবে কাছে গিয়েও জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ।
Comments