বার্সেলোনার ক্রীড়া পরিচালক হলেন ডেকো
নতুন দায়িত্ব নিয়ে বার্সেলোনায় ফিরেছেন সাবেক মিডফিল্ডার ডেকো। তাকে ক্লাবটির নতুন ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই পর্তুগিজ। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো বন্ধ হলে আগামী ১ সেপ্টেম্বর দায়িত্ব ছাড়বেন বার্সেলোনার 'ডিরেক্টর অব ফুটবল' মাতেও আলেমানি। এর আগে গত মে মাসে দায়িত্ব ছাড়েন ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ।
ডেকো ক্লাবটির "ক্রীড়া দর্শনের" দায়িত্বে থাকবে বলে জানিয়েছে বার্সেলোনা। এবং ম্যানেজার জাভি এবং বাকি কোচিং স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এছাড়া ক্লাব বলেছে যে তারা পর্দার পিছনে দল পুনর্গঠনের পরিকল্পনা করছে, আগামী সপ্তাহে বিস্তারিত ঘোষণা করা হবে।
খেলোয়াড়ি জীবনে ২০০৪ সালে পোর্তো থেকে বার্সেলোনায় যোগ দেন ডেকো। চারটি মৌসুমে দুবার লা লিগা জয়ের পাশাপাশি ২০০৬ সালে জিতছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।
ব্রাজিলে ফিরে রিও ডি জেনেইরোতে ফ্লুমিনেন্সে তার ক্যারিয়ার শেষ করার আগে চেলসির হয়ে দুটি মৌসুম খেলেছিলেন ডেকো।
Comments