ব্রাজিল দলে ফিরলেন নেইমার, নেই পাকেতা
২০২২ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। মাঝে চোটের কারণেও থাকতে পারেননি। অবশেষে ফিট হয়ে অনুমিতভাবে ফিরেছেন কদিন সম্প্রতি আল-হিলালে যোগ দেওয়া তারকা। নতুন আদলের স্কোয়াডে বেটিং কেলেঙ্কারির অভিযোগে স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার লুকাস পাকেতার।
আগামী বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন নতুন কোচ ফার্নান্দো দিনিজ। তাতে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভারও। বিশ্বকাপের পর থেকেই অবশ্য তিনি আর বিবেচিত হচ্ছেন না। ধারণা করা হচ্ছে ব্রাজিলের আগামী পরিকল্পনাই নেই এই তারকা। চোটের কারণে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতার। বার্সেলোনার রাফিনিয়াকেও রাখেনিনি দিনিজ।
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচের পর ব্রাজিল তিন ম্যাচ খেললেও নেইমার ছিলেন না। সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়া ফরোয়ার্ড তাই লম্বা সময় পরই ফিরলেন। পাকেতা বিবেচনায় ছিলেন জানিয়ে দিনিজ বলেছেন, তার বিরুদ্ধ বেটিং কেলেঙ্কারির তদন্ত চলায় তাকে বাইরে রাখা হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ সেপ্টেম্বর পেরুর মাঠে গিয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন বেকার(লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো পারানায়েনসে)
ডিফেন্ডার: গাব্রিয়েল (আর্সেনাল), ইবানেস (আল-আহলি), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), দানিলো (জুভেন্টাস), ভেন্ডারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), রেনান লোদি (অলিম্পিক মার্সেই)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেশ (নিউক্যাসল ইউনাইটেড), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেগা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল ইউনাইটেড)
ফরোয়ার্ড: আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ম্যাথেউস কুইয়া (উলভারহ্যাম্পটন), নেইমার (আল হিলাল), রিশার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
Comments