এলিভেটেড এক্সপ্রেসওয়ে: এয়ারপোর্ট থেকে ফার্মগেট ১০ মিনিটে!
রাজধানীর এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ১০মিনিট! এই ১১ কিলোমিটার পথে থাকছে না কোনো ট্রাফিক সিগন্যাল বা গতিরোধক।
দেশের উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলো অল্প সময়েই মূল ঢাকা শহরকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এতে রাজধানীর যানজট কমবে, কমবে যাতায়াতের সময় এবং খরচ।
দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে—এই কথাটা আমরা বারবার শুনেছি। তবে বিশেষজ্ঞরা বলছেন, পিক আওয়ারে এই সড়ক থেকে নামার পথে তৈরি হবে যানজট। কেন এমনটা হতে পারে? জানবো এই ভিডিওতে।
Comments