চোট শঙ্কা দূর করে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে মহারাজ
ইনজুরির কারণে কেশব মহারাজ চলতি বছর আর খেলায় ফিরতে পারবেন কিনা সেই শঙ্কা জেগেছিল। কিন্তু তার উন্নতি হয়েছে অভাবনীয়। চোট কাটিয়ে ফেরা এই বাঁহাতি স্পিনারকে রেখেই বিশ্বকাপের স্কোয়াড দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার বিশ্বকাপ ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। তাতে বড় চমক পেসার জেরার্ল্ড কোয়েটজির জায়গা পাওয়া। ২২ পেরুনো পেসার মাত্র ২ ওয়ানডে খেলেই বিশ্বকাপের দলে ঠাঁই করে নিয়েছেন।
টেম্বা বাভুমার নেতৃত্বে দলে আছেন নিয়মিত তারকাদের সবাই। পেস আক্রমণ বেশ শক্তিশালী রেখেছে দলটি। পেস অলরাউন্ডারসহ দলে আছেন ৬ পেসার। কেশব মহারাজের সঙ্গে স্পিন আক্রমণের আছেন রিষ্ট স্পিনার তাবরাইজ শামসি। স্পিন বল করতে পারেন এইডেন মার্করামও।
আগামী ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েটজি, কুইন্টিন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, সিসিন্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।
Comments