ইউরো বাছাইয়ে জিতেছে ফ্রান্স-নেদারল্যান্ডস

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ডেনমার্কের মতো দলগুলো। জয় পেয়েছে গত ইউরোতে চমক দেখানো এক সময়ের পরাক্রমশালী দল হাঙ্গেরিও।

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ডেনমার্কের মতো দলগুলো। জয় পেয়েছে গত ইউরোতে চমক দেখানো এক সময়ের পরাক্রমশালী দল হাঙ্গেরিও।

পার্ক দি প্রিন্সেসে বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে 'বি' গ্রুপে শীর্ষে আছে তারা। দলের হয়ে গোল দুটি করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আরেলিয়ান চুয়ামিনি ও ইন্টার মিলান ফরোয়ার্ড মার্কাস থুরাম। এদিন গোল না পেলেও প্রথম গোলের অ্যাসিস্ট করেছেন পিএসজির পোস্টার বয় কিলিয়ান এমবাপে।

ফিলিপ্স স্তাদিওনে একই গ্রুপের অপর ম্যাচে গ্রিসকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। ডাচদের হয়ে এদিন গোল করেছেন মার্টিন ডি রন, কোডি গাপকো ও ভাউট ভেগহোর্স্ট। শেষ দুটি গোলের সহায়তা করেছেন ইন্টার ডিফেন্ডার ডেঞ্জাল ডামফ্রিস।

একই রাতে 'ই' গ্রুপের ম্যাচে ফারাও আইল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পোল্যান্ড। দলের হয়ে দুটি গোলই করেছেন বার্সেলোনা তারকা রবার্ট লেভানদোভস্কি। চার ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। 'জি' গ্রুপের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে দিয়েছে হাঙ্গেরি। ম্যাচের দশম মিনিটে আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় তারা। দলের হয়ে গোলদুটি করেছেন বার্নাবাস ভার্গা ও উইলি ওর্বান।

'এইচ' গ্রুপে জয় পেয়েছে ডেনমার্ক ও স্লোভেনিয়াও। ঘরের মাঠে সান মারিনোকে ৪-০ গোলের ব্যবধানে হারায় ডেনিসরা। আর নর্দান আইল্যান্ডকে ৪-২ ব্যবধানে পরাজিত করে স্লোভেনিয়া।  

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago