‘উত্তরসূরী: নূরজাহান মুরশিদ স্মৃতি পদক ২০২৩’ পেলেন যারা

‘উত্তরসূরী: নূরজাহান মুরশিদ স্মৃতি পদক ২০২৩’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। ছবি: শেখ তাজুল ইসলাম তাজ/স্টার

নারীর মর্যাদা ও নারীশিক্ষায় ভূমিকা রাখায় 'উত্তরসূরী: নূরজাহান মুরশিদ স্মৃতি পদক ২০২৩' সম্মাননা দেওয়া হয়েছে তিন নারীকে।

তারা হলেন—প্রতিভা মুৎসুদ্দি, কৃষ্ণকুমারী সিনহা ও হামিদা হোসেন।

আজ শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আয়োজিত এক স্মৃতিচারণ অনুষ্ঠানে তাদের হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়।

স্ব স্ব অবস্থান থেকে দেশের মৌলিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সফলতা ও সমাজের বিকাশকল্পে নারীর মর্যাদা ও নারীশিক্ষা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখার অবদানস্বরূপ এই পুরস্কার দেওয়া হয় তাদের।

গত ১ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের অভ্যুদয় ও নারী জাগরণের ইতিহাসের অগ্রপথিক নূরজাহান মুরশিদের ২০তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে আজ সন্ধ্যায় সমাজে নারীদের ভূমিকা ও সফলতা শীর্ষক নানা বিষয়ে আলোচনা সভা হয়।

নূরজাহান মুর্শিদ ছিলেন একাধারে সাংবাদিক, শিক্ষক ও নারী জাগরণের অগ্রদূত। এ ছাড়া, তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

40m ago