এশিয়ান গেমসে এবার সোনার পদক পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

এশিয়ান গেমসের গেল আসরে ফাইনালে উঠে রৌপ্য পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন সেই সীমানা এবার ছাড়িয়ে যেতে চান তারা
Bangladesh women cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

এশিয়ান গেমসের গেল আসরে ফাইনালে উঠে রৌপ্য পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন সেই সীমানা এবার ছাড়িয়ে যেতে চান তারা, জিততে চান সোনার পদক। সেজন্য পুরো দলই আছে আত্মবিশ্বাসী।

সোমবার সকালে চীনের হাংজতে যাবে বাংলাদেশ দল। এশিয়ান র‍্যাঙ্কিংয়ে সেরা চারদলের একটি হওয়ায় লাল সবুজের প্রতিনিধিরা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে আসর শুরু করবে।

আগামী ২২ সেপ্টেম্বর প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার পর পাওয়া যাবে শক্তিশালী প্রতিপক্ষ।

দেশ ছাড়ার রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে হাজির হন নারী দলের ক্রিকেটাররা। গণমাধ্যমের সামনে অধিনায়ক জ্যোতি তুলে ধরেন নিজেদের ভাবনা, 'যে টুর্নামেন্টে আমরা যাই না কেন, দ্বিপক্ষীয় হোক অথবা কোনো ইভেন্ট হোক। আমরা প্রতিটাকেই গুরুত্ব দেই। সমান চ্যালেঞ্জ নিয়ে যাই। আমরা সেভাবে প্রস্তুতি নেই যেন আমাদের টাইগ্রেস যারা আছে। নারী ক্রিকেটকে সত্যিকারার্থেই মূলধারায় আপনারা দেখেছেন নিয়ে এসেছি। আমাদের যারা খেলোয়াড়, প্রত্যেকে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের ফলাফলের গ্রাফ কিন্তু তুলনামূলক অনেকটাই এখন দৃঢ় অবস্থায় রয়েছে। '

'আমরা যেহেতু আগের ‍দুটো ইভেন্টে সিলভার পেয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য আরও ভালো করবো।'

অধিনায়ক জানান, ভালো প্রস্তুতি নেওয়ার ফল মাঠে দেখা যাবে, 'অবশ্যই দেখেন, দল হয়ে যেখানে খেলি দলের জন্য গুরুত্বপূর্ণ কীভাবে প্রস্তুতি নিচ্ছি। গত এক মাস আমরা বলবো যে অসম্ভব পরিশ্রম করেছি। আর সেটার ফল অবশ্যেই দেখতে পাবো।'

বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলও জানান একই আশাবাদ, তার মতে সোনার পদকের মাহাত্মই অনেক বেশি 'প্রথমে বলবো যে ট্রফি জেতা আর মেডেল জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি ফিল করেছি। কারণ প্রথমবার ২০১৯ এ সাউথ এশিয়ান গেমস খেলেছি, যেখানে আমরা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে গোল্ড মেডেলের আনন্দটা অন্যরকম। বলবো যে সবার ইচ্ছে তো অবশ্যই, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যে ফলাফল, বাংলাদেশকে বড় একটা এচিভমেন্ট গোল্ড নিয়ে আসা ওই প্রত্যাশা তো থাকবে।' 

'দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় চাই যেন খেলার ভেতর থাকি। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ বলবো নিজেদের জন্য ভালো প্রস্তুতির জন্য। সামনে যেহেতু দ্বিপক্ষীয় সিরিজ ও টুর্নামেন্ট আছে। যাদের সঙ্গে খেলবো তাদের সঙ্গেই পরে খেলতে হবে। সেজন্য আমাদের প্রস্তুতির জন্য বড় সুযোগ।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago