অবিশ্বাস্য জয়ের পর বার্সা কোচ বললেন, 'এই প্রত্যাবর্তন নৃশংস'

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে এরপর নয় মিনিটের ঝড়ে উল্টো দারুণ এক জয় তুলে নেয় বার্সেলোনাই।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল সেলতা ভিগো। উৎসবের প্রস্তুতিও নিচ্ছিল তারা। তখন মনে হয়েছিল মৌসুমের প্রথম হারটি দেখতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এরপর নয় মিনিটের ঝড়ে রবার্ট লেভানদোভস্কি ও জোয়াও ক্যান্সেলো নৈপুণ্যে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে উল্টো দারুণ এক জয় তুলে নেয় কাতালানরাই। এমন জয়কে নৃশংস বলেই আখ্যা দিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

শনিবার রাতে বার্সেলোনার ঘরের মাঠে স্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে লা লিগার ম্যাচে সেলতা ভিগোকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে জোড়া গোল করেছেন লেভানদোভস্কি। অপর গোলটি করেন ক্যান্সেলো। সেলতা ভিগোর হয়ে গোল দুটি করেন ইয়ুর্গেন লারসেন ও আনাস্তাসিওস দউভিকাস।

এদিন ম্যাচের ১৯তম মিনিটেই লারসেনের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর সমতায় ফেরার দারুণ কিছু সুযোগ পেলেও জালের দেখা পায়নি তারা। উল্টো ৭৬তম মিনিটে আরও একটি গোল হজম করে। এরপর ৮১তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে ব্যবধান কমান লেভানদোভস্কি। চার মিনিট পর ক্যান্সেলো পাস থেকে দলকে সমতায় ফেরান লেভাই। এর চার মিনিট পর জয়সূচক গোলটি করেন ক্যান্সেলো।

এমন জয়ের পর উচ্ছ্বসিত বার্সা জাভি বললেন, 'এটি দর্শনীয় একটি প্রত্যাবর্তন, আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করেছি, আমরা সাহস এবং বিশ্বাস দেখিয়েছি এবং এই প্রত্যাবর্তনটি নৃশংস।'

৮০ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়া নিয়ে বলেন, 'আমরা অনেক বিশৃঙ্খলা করেছি। আমরা এগুলো বিশ্লেষণ করব। আমি এখানে আমার বুক দেখাতে আসিনি কারণ আমরা প্রথম অংশটি ভালভাবে সাজাতে পারিনি। ফুটবলাররা শেষ পর্যন্ত লড়াই করেছেন তা গুরুত্বপূর্ণ। হেরে যাওয়ার পর তা করার চেয়ে জয়ের পরে জিনিসগুলো সংশোধন করতে পারা ভালো। আরেকটি ইতিবাচক পয়েন্ট।'

পিছিয়ে পরে এদিন বেশ ঝুঁকি নিয়ে খেলেছে বার্সা। তাতে তারা ০-৩ ব্যবধানে হারতেও পারতো বলে জানান কোচ, 'যখন আপনি ভালো খেলতে পারেন না, তখন আপনাকে ভিন্নভাবে চেষ্টা করতে হবে এবং আমরা আরও বেশি ঝুঁকি নিয়েছি। ০-২ নিয়ে আমাদের ঝুঁকি নিতে হয়েছে। আমাদের অন্য কোন উপায় ছিল না। আপনাকে সাহসী হতে হবে। তবে ভালো হয়েছে কারণ পুরো দল শেষ পর্যন্ত বিশ্বাস করেছিল। তবে সেটাও ০-৩ হতে পারত।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago