যৌন হয়রানির অভিযোগে দোষী নন গুনাথিলাকা

ভারত বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি। এর আগে দারুণ খুশির খবর পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুস্কা গুনাথিলাকা। তার বিরুদ্ধে এক অস্ট্রেলিয়ান নারীর আনা যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্ত হয়েছেন ৩২ বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটার। বৃহস্পতিবার  এমন টাই জানিয়েছে সিডনির ডাউনিং সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট।

ঘটনাটি ঘটেছিল গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। সে সময় লঙ্কান দলে ছিলেন গুনাথিলাকা। একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই অস্ট্রেলিয়ান নারী। তখন দুই জনের মধ্যে সম্পর্ক ভালোই ছিল। কিন্তু পরে গুনাথিলাকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন সেই নারী। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়।

সেই অভিযোগে টুর্নামেন্ট শেষে লঙ্কান দল দেশে ফেরার আগে হায়াত রিজেন্সিতে সিডনি পুলিশ গ্রেপ্তার করে গুনাথিলাকাকে। তবে আদালতে শুনানির পর, তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির তিনটি মামলা খারিজ করে দেওয়া হয় গত মে'তে। বাকি একটি অভিযোগে থেকেও নির্দোষ বলে রায় দিয়েছে আদালত।

মামলা চলাকালীন সময় সব ধরণের ক্রিকেটে তাকে নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। মুক্ত পেয়ে আবার ক্রিকেট ফিরতে মরিয়া হয়ে উঠেছেন এই ক্রিকেটার, 'গত ১১ মাস আমার জন্য সত্যিই কঠিন ছিল। সবাই আমাকে বিশ্বাস করেছিল, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুশি যে আমার জীবন এখন আবার স্বাভাবিক। ফলে ক্রিকেট খেলতে তর সইছে না আমার।'

এখন দেখার বিষয় কবে নাগাদ দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারেন গুনাথিলাকা। তবে অস্ট্রেলিয়ান আদালতের রায়ে মুক্তি পেলেও নিজের বোর্ডের মুখোমুখি হতেই হবে তাকে। নিজ দেশের ক্রিকেট বোর্ড এখনও তার নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে এএফপিকে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। দলের নিয়ম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে তদন্তের মুখোমুখি হতে হবে তাকে।

Comments

The Daily Star  | English

Are we trying to get ‘everything, everywhere, all at once’?

The euphoria of August 5, and the momentous days leading up to it, especially since July 15, are now being overshadowed by a cloud of uncertainty.

6h ago