স্রেফ সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে সাকিব

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হালকা চোট পাওয়া সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে কেবল সতর্কতার অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ২৬৪ রান তাড়ায় প্রতিপক্ষকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এই ম্যাচে খেলেননি সাকিব, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমানরা।

শান্ত ফিল্ডিংয়ে কিছুটা সময় মাঠে থাকলেও সাকিব ছিলেন পুরো বিশ্রামে, মোস্তাফিজও তাই। গতকাল খবর রটে যায় অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সাকিব। তবে খোঁজ নিয়ে জানা গেছে চোট তেমন গুরুতর না।

সতর্কতার অংশ হিসেবে আসামের তীব্র গরমে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। গত কয়েক মাস খেলার মধ্যে থাকায় প্রস্তুতি ম্যাচ না খেললেও মূল ম্যাচে সমস্যা হবে না বলে মনে হচ্ছে তাদের। 

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ককে সতেজভাবেই পাওয়ার আশা দলের। সাকিব-শান্ত না খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ।  ২ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শান্তই অধিনায়কত্ব করতে পারেন।

ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের পরিকল্পনায় বিশ্রাম পাওয়ার তালিকায় আছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমানকে তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে খেলতে দেখা যাবে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

24m ago