আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

পাল্টা প্রশ্ন করে যে উত্তর এড়াতে চাইলেন সাকিব

প্রশ্ন শুনে মুখে হাসি রাখলেও বেশ অসন্তুষ্টি বেরিয়ে এলো সাকিব আল হাসানের প্রতিক্রিয়ায়। প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্নে ঘায়েলও করতে চাইলেন। পাল্টাপাল্টি প্রশ্নের পর অবশ্য মিলল না তিনি শতভাগ ফিট না হলেও খেলতে নামবেন কিনা।

মুম্বাই থেকে

পাল্টা প্রশ্ন করে যে উত্তর এড়াতে চাইলেন সাকিব

দেশে ফিরে এলেন সাকিব
চোটের কারণে শেষ মুহূর্তে ভারতের বিপক্ষে নামতে পারেননি। সাকিব আল হাসান এবার হয়ত ভাবছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারব তো? ছবি: একুশ তাপাদার

প্রশ্ন শুনে মুখে হাসি রাখলেও বেশ অসন্তুষ্টি বেরিয়ে এলো সাকিব আল হাসানের প্রতিক্রিয়ায়। প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্নে ঘায়েলও করতে চাইলেন। পাল্টাপাল্টি প্রশ্নের পর অবশ্য মিলল না তিনি শতভাগ ফিট না হলেও খেলতে নামবেন কিনা।

সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল, 'অনেক সময় তো শতভাগ ফিট না হয়েও বা একটু ঘাটতি থাকলেও অনেকে অনেক সময় ম্যাচ খেলেন। আপনি একটু ঘাটতি থাকলে খেলবেন কি না?'

সাকিবের পাল্টা প্রশ্ন, 'একটু ঘাটতিটা কি? সেই একটু ঘাটতিটা কি?' (হাসি)

প্রশ্নকর্তা বললেন, '৯৯ ভাগ ফিট বা এরকম…।'

এবার সাকিব আবার প্রশ্ন করলেন, 'ফিটনেসের প্যারামিটার কি?' (কিছুটা শ্লেষ)

প্রশ্নকর্তা এবার বললেন, 'সেটা আপনারা বলতে পারবেন। আমরা তো প্রশ্ন করছি কেবল?'

সাকিবের প্রশ্ন চলতেই থাকল, 'মানে আপনারা আছেন শুধু প্রশ্ন করার জন্য?'

প্রশ্নকর্তা আরও খুলে বললেন এবার, 'হ্যাঁ অবশ্যই। অনেকে অনেক খেলোয়াড়কে বলতে দেখা যায় ৯৯ ভাগ ফিট থাকেন বা একটু ঘাটতি থাকলেও খেলার মতো অবস্থায় থাকেন…।'

এবার সাকিব একটু থেমে গিয়ে সামলে নিয়ে বললেন, 'জানি না আমি আসলে কী বলব… আগের প্রশ্নেই উত্তর দিলাম যে আমি আগের দিন (রোববার) কোনো ব্যথা অনুভব করিনি (ব্যাটিংয়ের সময়)। আজকেও যদি ব্যথা অনুভব না করি (অনুশীলনে), তাহলে খেলব।'

একজন খেলোয়াড়ের ফিটনেসের প্যারামিটার সাকিবের অবশ্য জানা আছে। তিনি হয়ত বিষয়টা এড়াতেই প্রবেশ করেন পাল্টা প্রশ্নে। ক্রিকেটে খেলোয়াড়দের নিগলস বা হালকা চোট লেগেই থাকে। অনেকেই শতভাগ ফিট না হয়েও খেলতে নামেন।

অবশ্যই সাকিব এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার আরেকটা কারণ আছে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে তামিম ইকবালের ফিটনেস প্রশ্নে তিনি বলেছিলেন, শতভাগ ফিট না হয়ে মাঠে নামা মানে দেশের সঙ্গে প্রতারণার মতো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামলেও সাকিব শতভাগ ফিট কিনা তা নিশ্চিত করে বলার উপায় নেই। চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে পেশিতে টান পাওয়ার পর ভারতের বিপক্ষে খেলতে পারেননি। যদিও তাকে ম্যাচের দুদিন আগে টানা ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়।

ব্যাটিংয়ে সমস্যা না হলেও রানিং করছিলেন না সাকিব। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে রানিংও করেন তিনি। খালি চোখে তাতে অস্বস্তি তেমন ধরা না গেলেও শতভাগ ফিটের গ্যারান্টি দেয়া যায় না। সেটা হয়ত জরুরী নয়। তবে বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক বাস্তবতায় তাকে পড়তে হচ্ছে এমন প্রশ্নের মুখে। 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago