আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ইডেনের গ্যালারিতে লাল সবুজের ঢেউয়ের আশা

বিশ্বকাপের খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষদের সবচেয়ে কাছের ভেন্যু ইডেন গার্ডেন্স। এখানে শনিবার নেদারল্যান্ডস ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে লড়বেন সাকিবরা।

কলকাতা থেকে

ইডেনের গ্যালারিতে লাল সবুজের ঢেউয়ের আশা

বিশ্বকাপের খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষদের সবচেয়ে কাছের ভেন্যু ইডেন গার্ডেন্স। এখানে শনিবার নেদারল্যান্ডস ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে লড়বেন সাকিবরা।
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
ফাইল ছবি

পাশের দেশ ভারতে বিশ্বকাপ হলেও বেশিরভাগ ভেন্যুতে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ছিল হাতেগোনা। দলের খারাপ পারফরম্যান্স, ভেন্যুর দূরত্ব কিংবা জটিলতা যেকোনো কারণেই হোক সাকিব আল হাসানদের সমর্থনে আওয়াজ তেমন চড়া হয়নি। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই পরিস্থিতি কিছুটা হলেও বদলানোর আভাস মিলছে।

বিশ্বকাপের খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষদের সবচেয়ে কাছের ভেন্যু ইডেন গার্ডেন্স। এখানে শনিবার নেদারল্যান্ডস ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে লড়বেন সাকিবরা।

এই দুই ম্যাচ দেখতে কলকাতায় এরমধ্যে বেশ কিছু বাংলাদেশি সমর্থকদের দেখা মিলেছে। বাংলাদেশের নাগরিকরা কলকাতা এলে নিউ মার্কেট এলাকাতেই বেশিরভাগ থাকেন। বৃহস্পতিবার এসব এলাকায় দেখা গেল লাল সবুজ জার্সিধারীদের উল্লেখযোগ্য উপস্থিতি।

ঢাকা থেকে খেলা দেখতে আসা ফাহিম ইসলাম বলছিলেন, 'ইডেনের ম্যাচের টিকেট কেটে ভিসার অপেক্ষায় ছিলাম, ভিসা পেয়ে চলে আসলাম। দল যদিও ভালো করছে না। তবে আমরা চাইব এখান থেকে যেন ঘুরে দাঁড়াতে পারে। গ্যালারিতে গলা ফাটাতে চাই।'

রাতের বেলা পার্ক স্ট্রিট এলাকায় আড্ডা দিচ্ছিলেন আরও কয়েকজন। তাদের সব দুশ্চিন্তা এখন নেদারল্যান্ডসকে ঘিরে। পাঁচ ম্যাচে বিশ্বকাপে বাংলাদেশের যা পারফরম্যান্স তাতে সমর্থকদের ভয় অমূলক না। সুজিত নামে একজন বলছিলেন, 'এই ম্যাচ যদি হারে তাহলে ভাই চলে যাব, পরের ম্যাচ দেখব না।' পাশেই থাকা তার আরেক বন্ধু বলছিলেন, 'আরে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ।' 

পার্ক স্ট্রিট এলাকাতেই এক হোটেলে পাওয়া গেল অ্যালেন ফিন্স নামক ইউরোপিয়ান  এক নাগরিককে। তিনি সাকিবের ৭৫ নম্বর জার্সি পরে আছেন। ব্যাপার কি? জানতে চাইলে বললেন, 'আমার এক খুব কাছের বন্ধু বাংলাদেশি। আমি ভারতে বেড়াতে এসেছি। এখানে বাংলাদেশের বিশ্বকাপের খেলা আছে জেনে সে আমাকে এটা উপহার দিল। এটা পরে একটা ম্যাচ দেখতে যাব ভাবছি।'

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে কলকাতার বিশ্বকাপও শুরু হচ্ছে। দুর্গাপূজা শেষ হলেও শহর এখনো রেশ রয়েছে গেছে প্রবল। শুক্রবার তো আছে কার্নিভাল, সেরা মূর্তিগুলো নিয়ে একটি আলাদা বিসর্জনের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইডেনে বাংলাদেশের অনুশীলনের সময়ও তাই ময়দান থেকে ভেসে আসছিল ঢাকের আওয়াজ। পূজার উৎসবের সঙ্গে বিশ্বকাপের আমেজও বেশ মিশেছে কলকাতায়। ভারতের অন্য ভেন্যুগুলোতে যেমন বাহ্যিক আবরণে বিশ্বকাপ কিছুটা চাপা, এখানে ব্যতিক্রম। ইডেনের আশেপাশে গেলেও গমগম করছে। মঞ্চ প্রস্তুত, বাংলাদেশ নেদারল্যান্ডসকে প্রত্যাশিতভাবে হারালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তুমুল উন্মাদনা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কলকাতায় পাকিস্তানেরও বেশ কিছু সমর্থক আছেন। 

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

2h ago