বিতর্কের মধ্যেই আজ সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা কনসার্ট

আর্মি স্টেডিয়ামের আজকের সন্ধ্যা অন্যরকম। সুরের মূর্ছনায় ছেয়ে যাবে মূহুর্ত। আয়োজনে কোক স্টুডিও বাংলা। এটা তাদের দ্বিতীয় লাইভ প্রোগ্রাম। যদিও কোকাকোলা যুক্তরাষ্ট্র ভিত্তিক পণ্য হওয়ায়, এ নিয়ে নানা বিতর্ক চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, ইসরায়েলকে সহযোগিতা করা কোনো দেশের পণ্যভিত্তিক অনুষ্ঠান তারা চান না। তবু, সংগীত যখন মধ্যখানে দাঁড়ায়, তখন অনেক সমস্যাই মাটিতে মিশে সুরে সুরে বুক মেলায়।

কোক কর্তৃপক্ষ তাদের লাইভ প্রোগ্রামে সবসময়ই চমক নিয়ে আসে। এবার ব্যান্ড লালন থেকে আর্টসেলের উপস্থিতি। সঙ্গে কোক স্টুডিও বাংলার তুমুল জনপ্রিয়তা পাওয়া গান, যেমন— 'কথা কইও না' কিংবা 'দেওড়া' বা আরও যে গানগুলো জনমনে আনন্দ এনেছে, তার সবকিছুই থাকবে মঞ্চে।

কোকের সবকটি সিজনে যে কজন শিল্পী ছিলেন, তাদের সবাইকেই আজকে দেখা যাবে মঞ্চে। যেমন, শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার, সুনিধি নায়েক, সৌম্যদীপ সিকদার, কানিজ খন্দকার মিতু, মোহাম্মদ মাখন মিয়া, রুবায়েত রহমান, সানিলা ইসলাম, আরমিন মুসা, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা, মুকুল মজুমদার ঈশান, প্রিতম হাসান, ইসলাম উদ্দীন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, আরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মোকতাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বেগম।

এছাড়াও অনুষ্ঠানে এলিটা করিম, শুভ, আনিকা এবং অনুরাধা মন্ডলের গানও উপভোগ করতে পারবেন শ্রোতারা। সঙ্গে হাতিরপুল সেশন এবং লালনের পরিবেশনাও থাকছে।

তবে এতো আয়োজনে ঝক্কিঝামেলাও কম পোহাতে হয়নি। একে তো সামাজিক মাধ্যমে বয়কটের ডাক, অন্যদিকে অনেক শিল্পীর মনোক্ষুণ্ণ হওয়ার মতো কথাও শোনা গেছে। যেমন, ব্যান্ড লালনের আর্টিস্ট সুমিকে যথাযথ সম্মানিত না করায় গত বুধবার তারা অনুষ্ঠান প্রত্যাখানের কথা বলে। পরবর্তীতে অবশ্য সমাধান হয়েছে। আবার  নগর বাউল জেমসের গুরুত্বপূর্ণ কাজ থাকায় অনুষ্ঠানে থাকতে না পারার কথা বলার পরও তার নামে প্রচারণা চালানো, এসব নিয়ে নগর বাউল ব্যান্ডের মুখপাত্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সবকিছু ছাপিয়ে খুশির খবর হলো, কোক স্টুডিও অনুষ্ঠান ঘোষণার একদিনের মধ্যে শ্রোতারা সব টিকিট লুফে নিয়েছেন।

টিকেট হাতে নিয়ে শ্রোতারা রইরই করে আজ দুপুর দেড়টা থেকেই আর্মি স্টেডিয়ামে থাকতে পারবেন। অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬টায়।

গ্রন্থনা: সঞ্জয় দত্ত

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

2h ago