আবারও সেই লাল ওড়নায় দীপিকা, ‘আলিয়াকে নকল’ বলছেন সমালোচকরা

এবার দীপিকাকেও দেখা গেল ২০১৮ সালে পরা লাল ওড়নাতে। ছবি: সংগৃহীত

নিজের বিয়ের শাড়ি গায়ে জড়িয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার পর প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন আলিয়া ভাট।

এবার দীপিকাকেও দেখা গেল ২০১৮ সালে পরা লাল ওড়নাতে। ২০১৮ সালে রনবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর প্রথমবার জনসম্মুখে লাল রঙের এই ওড়নাটি পরে আসেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

নিজের বিয়ের শাড়ি গায়ে জড়িয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার পর প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

গত রোববার বলিউডের এই জনপ্রিয় জুটি দীপাবলি উপলক্ষে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে মনীশ মালহোত্রার ডিজাইন করা লাল ওড়নায় দেখা যায় দীপিকাকে। ২০১৮ সালে, বিয়ের পর ইতালি থেকে ফেরার সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দীপিকা ও রণবীর। তখন হালকা ঘিয়ে রঙের কূর্তির সাথে লাল ওড়নাটি পরেছিলেন দীপিকা।

এবার দিওয়ালিতে একটু ভিন্ন ঢংয়ে সেই ওড়নাটিই পরেছেন "পাঠান" এর অভিনেত্রী। এবার লাল রঙের পোশাকের সাথে লাল ওড়নায় দেখা যায় তাকে। পোশাক রিপিট করায় ভক্তদের অনেকেই প্রশংসা করছেন তার।

তবে অনেকেই বলেছেন, 'আলিয়াকে নকল করছেন' দীপিকা পাডুকোন।

তবে এবারই প্রথম না, এর আগেও বেশ কয়েকবার পোশাক রিপিট করতে দেখা গেছে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকাকে।

এ বছর দীপাবলিতে সুস্মিতা সেন যে শাড়িটি পরেছেন, কয়েক বছর আগে তিনি একই শাড়ি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে পরেছিলেন। ছবি: সংগৃহীত

অন্যদিকে বলিউডে এখন আউটফিট রিপিটের ট্রেন্ড চলছে। তারকারা অনেকেই আগে বিভিন্ন অনুষ্ঠানে পরা পোশাক আবার পরছেন। এ বছর দীপাবলিতে সুস্মিতা সেন যে শাড়িটি পরেছেন, কয়েক বছর আগে তিনি একই শাড়ি 'কফি উইথ করণ' অনুষ্ঠানে পরেছিলেন।

আজ ১৪ নভেম্বর দীপিকা-রনবীরের ৫ম বিবাহবার্ষিকী। ছবি: সংগৃহীত

সম্প্রতি 'কফি উইথ করণ' এর ৮ম সিজনের ১ম পর্বে অতিথি হয়ে আসেন দীপিকা পাডুকোন ও স্বামী রনবীর সিং। তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনাও করেন, যা থেকে তৈরি হয় বিতর্ক। তবে সব বিতর্ক ছাপিয়ে একে অন্যের সঙ্গ উপভোগ করছেন বলিউডের এই জনপ্রিয় জুটি। ভোগ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন রনবীরের সাথে সময় কাটানো তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজ ১৪ নভেম্বর তাদের ৫ম বিবাহবার্ষিকী।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে

গ্রন্থনা: জোহানা আফরিন

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

44m ago