অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দলে দুই নতুন মুখ

অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই দলে নতুন দুই মুখকে নির্বাচন করেছেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। গত সপ্তাহে জাতীয় দলের নির্বাচক কমিটির দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট।

একই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে এটা প্রথম অ্যাসাইনমেন্ট শান মাসুদেরও। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে গত সপ্তাহে সব সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। এর পরপরই মাসুদকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের জন্য পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মনোনীত করা হয়।

ঘোষিত দলে চমক রয়েছে দুইটি। কায়েদ-ই-আজম ট্রফিতে দারুণ ছন্দে থাকার কারণে টেস্ট দলে প্রথম ডাক পেয়েছেন বাঁ-হাতি ওপেনিং ব্যাটার সাইম আইয়ুব। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার খুররম শাহজাদও।

করাচি হোয়াইটসের হয়ে চার ম্যাচে ৫৫৩ রান করেছেন ২২ বছর বয়সী সাইম। টুর্নামেন্টের ফাইনালে ফয়সালাবাদের বিপক্ষে ম্যাচ জয়ী ডাবল সেঞ্চুরি সহ তিনটি সেঞ্চুরি করেন তিনি। পাকিস্তান কাপেও (একদিনের টুর্নামেন্ট) ছন্দ বজায় রেখে টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে মনোনীত হন এই ওপেনার।

ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পান খুররমও। কায়েদ-ই-আজম ট্রফিতে এবার সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। ২০.৩১ গড়ে আট ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন। এরপর সদ্য সমাপ্ত পাকিস্তান কাপে ১৬.৬২ গড়ে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি।

এছাড়া দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। ২০২২ সালের শেষের দিকে ইংল্যান্ডের পাকিস্তান সফরের সময় পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। কায়েদ-ই-আজম ট্রফিতে ২০.৮৮ গড়ে ৩২ উইকেট নেওয়া বাঁহাতি পেসার মীর হামজা এবং ডানহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও দলে ফিরেছেন। এই দুই ফাস্ট বোলার ২০২২-২০২৩ মৌসুমে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে ছিলেন।

তবে দুই দিন আগে টেস্ট খেলতে সম্মত হলেও আগেরদিন মত বদলে ফেলায় রাখা হয়নি আরেক পেসার হারিস রউফকে। গত ডিসেম্বরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিলেন এই পেসার।

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago