রাজশাহীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে একটি খালে গিয়ে পড়ে ট্রাকটি। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার পাঁচ জন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক পাঁচ জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আজ বিকেল ৩টার দিকে বেলপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা দেয়। পরে ট্রাকটি একটি খালে গিয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ছয় জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর পাঁচ জনের মৃত্যুর কথা জানান কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের মধ্যে শারমিনের (১৭) বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। রাজশাহীর শাহ মখদুম কলেজে এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল সে।

দুর্ঘটনায় শারমিনের মা পারভিন বেগম (৩৫), মামা আইয়ুব আলী লাবু (৩৩) ও তার নানা ইনসাব আলী নিহত হয়েছে।

শারমিনকে একটি বেসরকারি ছাত্রাবাসে তুলে দিতে তারা রাজশাহী আসছিলেন। নিহত অন্যজন মোখলেস (৪৫) অটোরিকশার চালক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন হৃদয় (১৮)।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago