হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রংপুর জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছা. জিলুফা সুলতানাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ দেয়।

উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এ আদেশে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে।

গত সোমবার আগামী ৭ জানুয়ারির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কর্মরত হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

ইসির উপসচিব মিজানুর রহমান এ সংক্রান্ত একটি চিঠি দেন।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় তাকে প্রত্যাহার করে পদটিতে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago