সিডনি টেস্টে দুই পরিবর্তনের আভাস পাকিস্তানের

প্রথম দুই টেস্টে হেরে এরমধ্যেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। সিডনিতে তৃতীয় টেস্ট এখন কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও জয় দিয়ে শেষ করতে চায় সফরকারীরা। তাই শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নিজেদের ভাগ্য পরিবর্তন করতে ওপেনার ইমাম-উল-হককে বাদ দেওয়ার কথা ভাবছে পাকিস্তান। এছাড়াও একজন পেসার কমিয়ে একজন স্পিনার অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সাইম আইয়ুব ও আবরার আহমেদকে দেখা যেতে পারে একাদশে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের চার ইনিংসে কেবল ৯৪ রান করেছেন ইমাম। এরমধ্যে ফিফটি রয়েছে একটি। তাই তার পরিবর্তে সাইমকে দলে নেওয়ায় ইঙ্গিত পাওয়া গিয়েছে। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ২১ বছরের এই ক্রিকেটারের। সিডনিতে অভিষেক হতে পারে তার।

তবে টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ব্যাটার বলেই পরিচিত সাইম। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ১৪টি। গত বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় করাচির হয়ে। ইতিবাচক মানসিকতার কারণে সবার নজর কাড়েন। ব্যাটিং লাইনআপের বেহাল দশা দেখে তাকে পরীক্ষা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আর স্পিনারদের সমর্থন দেওয়ার জন্য পরিচিত এসসিজির পিচের অবস্থা বিবেচনায় একাদশে একজন স্পিনারকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনায় রয়েছে পাকিস্তান। ইনজুরি কাটিয়ে আসা স্পিনার আবরার পূর্ণ ফিটনেস ফিরে পেলে দলে থাকতে পারেন। তবে আবরার ফিট না হলে স্পিন-বোলিং ভূমিকায় দেখা যেতে পারে সাজিদ খানকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন হাসান আলী।

আগামী রোববার থেকে সিডনিতে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।  

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago