হাফিজ-ওয়াহাবদের পাশে দাঁড়ালেন মালিক
অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সে অর্থে লড়াইটাও জমিয়ে করতে পারেনি দলটি। যে কারণে তাদের চলছে নানা সমালোচনা। বিশেষকরে নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সমালোচনায় মুখর সাবেকরা। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন সাবেক সতীর্থ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
বিশ্বকাপ ব্যর্থতার পর পুরো পাকিস্তানের ক্রিকেটকে নতুন করে সাজাতে চেয়েছিল ক্রিকেট বোর্ড। প্রায় প্রতিটি বিভাগেই আসে পরিবর্তন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। পারফরম্যান্স সেই আগের মতোই আছে। অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ ব্যর্থ হাফিজ-ওয়াহাবরা। যে কারণে কড়া সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদের।
তবে এতো কিছুর পরও সামাজিকমাধ্যমে সাবেক সতীর্থ হাফিজ এবং ওয়াহাবের প্রতি সমর্থন প্রকাশ করে মালিক বলেছেন, 'প্রিয় হাফিজ এবং ওয়াহাব, তোমরা দুর্দান্ত কাজ করেছ। তোমরা আমাদের এ টিম সফর নিয়ে অনেক আলোচনা করেছ, আমি বিশ্বাস করি আমাদের এ টিম যখন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে নেমে আসে তখন প্রস্তুত থাকে। এখন এই ছেলেদের নিয়ে একটা জাতীয় দল বানাই।'
অস্ট্রেলিয়া সফর শেষে পাকিস্তান এবার নিউজিল্যান্ডের পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। অকল্যান্ড, হ্যামিল্টন, ডুনেডিন এবং ক্রাইস্টচার্চে নির্ধারিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দলদুটি।
Comments