মাশরাফির দেখানো পথে হাঁটবেন তাসকিন, বিশ্বাস মোসাদ্দেকের

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জাতীয় দলের সেরা অধিনায়ক কে? এমন প্রশ্নে প্রায় সবাই বলবেন মাশরাফি বিন মুর্তজার কথা। তার চৌকশ নেতৃত্বেই বদলে যাওয়ার শুরুটা হয় বাংলাদেশ দলের। তার মতো বর্তমান সময়ের সেরা পেসার তাসকিন আহমেদও এমন দারুণ কিছু করবেন বলে বিশ্বাস করেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

মাশরাফি ছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দলগুলোর নেতৃত্বে পেসারদের খুব একটা দেখা যায় না। যে কারণে তাসকিনকেও কখনোও দেখা যায়নি এমন কোনো দায়িত্বে। এমনকি সহ-অধিনায়ক হিসেবেও নয়। তবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকায় এবার মোসাদ্দেকের ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন। নতুন হলেও এই দায়িত্বে তাসকিনের উপর বিশ্বাস রাখছেন মোসাদ্দেক।

বিপিএল শুরুর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঢাকার অধিনায়ক বলেন, 'তাসকিন যদিও পেস বোলার, তবে আমাদের মাশরাফি ভাই কিন্তু উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। তিনি অনেক বছর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং সফল অধিনায়ক। আমাদের দলের কোচ সুজন ভাই কিন্তু সবসময় তরুণ ক্রিকেটারদের তুলে ধরার চেষ্টা করেন। সেই জায়গা থেকেই উনি তাসকিনকে দায়িত্বটি দিয়েছেন।'

বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলার কারণে তাসকিনের অভিজ্ঞতা ঢাকার অনেক কাজে লাগবে বলেও জানান মোসাদ্দেক, 'ওর (তাসকিন) যে আইডিয়াগুলো আছে, গত দুই বছরে ও যতটা উন্নতি করেছে এবং সাফল্য পেয়েছে, বাংলাদেশ দলকে ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছে, সেই জায়গা থেকেই আমাদের দল ও বোলিং ইউনিট ও সামলাতে পারবে।'

তাসকিন নিজেও স্বপ্ন দেখছেন একদিন জাতীয় দলের অধিনায়ক হওয়ার। মোসাদ্দেকের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন তিনিও। প্রসঙ্গক্রমে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন কি-না জানতে চাইলে ইতিবাচক উত্তরই দেন তাসকিন, 'অবশ্যই, কেন নয়! এটা তো সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একদিন।'

ঢাকার দলটি তরুণ হলেও বেশ আশাবাদী এই পেসার, 'আমাদের দলটা অনেক তরুণ দল। পাশাপাশি সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, অভিজ্ঞও আছে বেশ কজন। বিদেশি ক্রিকেটারদের অনেককে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে যে দল আছে, এই দল নিয়েই আমরা যদি গুছিয়ে একতাবদ্ধ থেকে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতা আছে, সবসময় দলে ভাগাভাগি করার চেষ্টা করব। আমাদের দল যাতে সেই ফল পায়।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago